পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

wo ਭਆਿਸ਼ 1) তীমখিয়ের প্রতি প্রথম পত্র । &b-> ২৪ দ্রাক্ষারস পান করিও । কাহারও পাপ বিচারের ২৫ অগ্রে, ও কাহাৰও বা পরে প্রকাশিত হয়। এবং কাহারও সৎকৰ্ম্ম ঐ প্রকার অগ্রে প্রকাশিত হয় ; অন্যতম হইলে চিরকাল গুপ্ত থাকিতে পারিবে না । , ৬ অধ্যায় । ১ দাসদের কৰ্ত্তব্য কর্ম ও দুষ্ট উপদেশককে ত্যাগ করণ ও ধর্মের ফল ১১ ও ধর্ম বিষয়ে তীম থিয়ের প্রতি পৌলের নিবেদন ১৭ ও ধনি লোকদিগকে কি প্রকারে উপদেশ দিতে হয় তাহার বিবরণ ২০ ও পত্রের সমাপ্তি । ১ ঈশ্বরের নামের ও উপদেশের নিন্দ যেন ন হয়, এই নিমিত্তে দাসত্বৰূপ যোয়ালির অধীন লোকেরা আপন২ প্রভূদিগকে তাবৎ সমাদরের যোগ্য জ্ঞান ২ করুক। এবং বিশ্বাসি প্রভুদের অধীন দাসের ভ্রাত। হওন প্রযুক্ত আপন ২ প্রভূদিগকে অবজ্ঞা না করুক, কিন্তু যাহারা (আমাদের) কৰ্ম্মের ফলভোগী, তাহার। বিশ্বসনীয় ও প্রিয়, ইহা জানিয়া তাহাদিগকে তারে। সেবা করুক, এ প্রকার শিক্ষণ ও উপদেশ দেও ! ৩ যে জন অন্য প্রকার উপদেশ দিয়া আমাদের ೭ಾ যীশু খ্রীষ্টের হিতবাক্য ও ঈশ্বরের সেবার উপযুক্ত ৪ উপদেশ স্বীকার না করে, সে অহঙ্কারে স্ফীত ও সৰ্ব্বতোভাবে অজ্ঞান, এবং বিবাদ ও বাগযুদ্ধৰূপ ৫ রোগেতে রোগগ্রস্ত হয় । এই সকলহইতে ঈর্ষ্য। ও বিরোধ ও অপবাদ ও দুষ্ট অসূরা ও ভ্রষ্টমন৷ লোকদের অর্থাৎ সত্যতাবৰ্জ্জিত হইয়। যাহারা ঈশ্বরসেবাকে লাভজনক (ব্যবসায় ) জ্ঞান করে, তাহদের বিতণ্ডা জন্মে ; এ প্রকার লোকহইতে পৃথক হও । ৬ পরিমিত ভোগের সহিত যে ঈশ্বরসেব। সে বহু লাভ681