পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○b-8 তীমথিয়ের প্রতি দ্বিতীয় পত্র । [১ অধ্যায় । প্রেরিত পৌল আপনার প্রিয় ধৰ্ম্মপুত্র তীমথিয়কে পত্র লিখিতেছে । পিতা ঈশ্বর ও আমাদের প্রভু ২ খ্ৰীষ্ট যীশু তোমাকে অনুগ্রহ ও দয়া ও শান্তি প্রদান করুন । আমি পূর্বপুরুষের মতানুসারে পবিত্ৰ মনে যে ৩ ঈশ্বরকে সেবা করি, তাহার ধন্যবাদ পূর্বক (কহিতেছি, ) আমি দিব রাত্রি তাপন প্রার্থনাতে অনবরত তোমাকে স্মরণ করি । এবং যে বিশ্বাস প্রথমে ৪ তোমার মাতামহী লোয়ীতে ও তোমার মাত উনীকীতে ছিল, এবং দৃঢ় বোধ করি তোমাতেও তাছে, তোমার সেই অকপট বিশ্বাস মনে করিয়া ৫ তোমার অগ্রুপাত স্মরণ করিয়া, আনন্দে পরিপূর্ণ হইবার জন্যে তোমাকে দেখিতে বড় বাঞ্ছা করি । আমার হস্তাপণদ্বারা ঈশ্বরের যে অনুগ্রহদান তো- ৬ মাতে আছে, তাহ উজ্জ্বল করিতে তোমাকে স্মরণ করাইতেছি । ঈশ্বর আমাদিগকে ভয়জনক আত্মা ৭ ন দিয়া শক্তি ও প্রেম ও সতকতাজনক আত্মাকে দিলেন । অতএব আমাদের প্রভুর বিষয়ে যে সাক্ষ্য, ৮ ও প্রভুর কারণ বন্দী যে আমি, এই দুয়ের বিষয়ে তুমি লজ্জিত না হইয়। ঈশ্বরের দত্ত শক্ত্যনুসারে সুসমাচারের নিমিত্তে দুঃখের সহভাগী হও । তিনি ৯ অামাদিগকে পরিত্রাণের পাত্র করিয়া পবিত্র আহব|নে আহবান করিলেন ; আমাদের কৰ্ম্মহেতুক করিলেন এমন নয়, কেবল আপনার নিৰূপণানুসারে অনুগ্রহুেতে তাছা করিলেন । সেই যে অনুগ্রহ সৃষ্টির পূর্বাবৰি খ্রীস্ট যীশুতে আমাদিগকে দত্ত হইয়ছিল, তাহ মৃত্যু “ಸ್ಟ್ এবং সুসমাচারদ্বারা ১ • 84