পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৯৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ অধ্যায় ।] তীম থিয়ের প্রতি দ্বিতীয় পত্র। \@b-ç পরমায়ুঃ ও অমরতা প্রকাশকারী যে আমাদের ত্রাণকৰ্ত্ত যীশু খ্ৰীষ্ট, তাহার অবতারদ্বারা এখন প্র১১ কাশ পাইল । অণর তামি অন্য দেশীয়দের নিকটে সেই সুসমাচারের প্রচারক ও প্রেরিত ও শিক্ষক১২ পদে নিযুক্ত হইয়াছি । এই কারণ আমি ঐ সমস্ত দুখভোগ করিতেছি, তথাপি লজ্জিত নহি ; কেনন। আমি যাহার অশ্রিত র্তাহাকে জানি, এবং র্তাহার হস্তে তামার যাহা গচ্ছিত অাছে, তাহ। তিনি বিচারদিন পর্যন্ত রক্ষা করিতে পারেন, ইহাতে আমার দৃঢ় বিশ্বাস আছে । ১৩ তুমি আমার নিকটে খ্রীষ্ট যীশুতে প্রত্যয় ও প্ৰেমযুক্ত যে ২ কথা শুনিয়াছ, তাহাই হিতদায়ক ১ ৪ বাক্যের নিদর্শনৰূপে ধারণ কর । আর তোমার নিকটে গচ্ছিত যে উত্তম উপদেশ, তাহ। আমাদের তান্তবর্তি পবিত্র আত্মদ্বিারা রক্ষা কর । ১৫ আর ফুগিল্প ও হর্নগিনি প্রভূতি আশিয়া দেশস্থ তাবৎ লোক অামাকে পরিত্যাগ করিয়া গিয়াছে, ১৬ ইহা তুমি জ্ঞাত আছ । কিন্তু প্ৰভু অনীষিফরের পরিবারকে অনুগ্রহ করুন ; যেহেতুক সে আমাকে বার ২ অণপ্যায়িত করিয়ছে, আর তামার শৃঙ্খলে১৭ তে লজ্জিত না হইয়। রোম নগরে উপস্থিত হইয়। যত্ন পূর্বক অন্বেষণ করিয়া আমার তত্ত্ব পাইল ; ১৮ অতএব পরমেশ্বর বিচার দিনে প্রভুহইতে তাহাকে কৃপা পাইতে দিউন । আর ইফিষ নগরে থাকিতে সে কত বিষয়ে আমার সেবা করিয়াছে, ইহ। তুমি বিলক্ষণৰূপে জ্ঞাত আছ ৷ 685