পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৬৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○ケ○ ভীমথিয়ের প্রতি দ্বিতীয় পত্র । " [২ অধ্যায় । ২ অধ্যায় । ১ ধর্মকর্মে নিত্য প্রবৃত্ত হওনের বিষয় ও দুঃখ সহিষ্ণতা করণের বিবরণ ১৪ ও ভীমথিয়ের প্রতি কৰ্ত্তব্যের বিষয়ে নানা উপদেশ । ছে আমার পুত্র, তুমি খ্ৰীষ্ট যীশুর দ্বারা যে অনুগ্রহ, তাহার বলেতে বলবান হও । এবং বহুসাক্ষিদ্বারা প্রমাণীকৃত আমার যে২ উপদেশ শ্রবণ করিয়াছ, তাহ অন্যদের শিক্ষণ দিতে নিপুণ এমন বিশ্বস্ত লোকদিগকে অৰ্পণ কর । যীশু খ্রীস্টের এক জন উত্তম যোদ্ধার ন্যায় ক্লেশ সহ কর । কেনন। সৈন্যপদে নিয়োগকৰ্ত্তার তুটির জন্যে যোদ্ধা সাংসারিক ব্যবহারে আসক্ত হয় না ; আর যে জন মল্লযুদ্ধ করে, সে যদি নিয়মানুসারে যুদ্ধ না করে, তবে কদাচ মুকুট প্রাপ্ত হইতে পারে না । এবং যে কৃষক পরিশ্রম করে, প্রথমে তাহারই ফলভোগ করা বিহিত । আমি যাহা বলি, তাহাতে মনোযোগ কর, এবং প্রভু তোমাকে তাবৎ বিষয়ে বুদ্ধি দিউন। আমার সুসমাচারের বচনানুসারে দযুদের বংশজাত যীশু খ্ৰীষ্ট কবরহইতে উত্থাপিত হইয়াছেন, তাহা স্মরণ কর । সেই সুসমাচারের নিমিত্তে আমি দুষ্কৰ্ম্মির ন্যায় বন্ধনদশাগ্রস্ত হইয়। দুঃখভোগ করিতেছি, কিন্তু ঈশ্বরের বাক্য বদ্ধ হয় না। মনোনীত লোকেরা যেন খ্ৰীষ্ট ধীশুদ্বারা পরিত্রাণ পাইয়া স্বগীয় অনন্ত বিভব প্রাপ্ত হয়, তাহণদের এমন লাভার্থে তামি এই সকলি সহ করিতেছি । তার এই কথ। সত্য, আমরা যদি তাহার ন্যায় মরি, তবে তাহার ন্যায় সজীব ও হইব ; এবং যদি ক্লেশ সস্থা করি, তবে তাছার ন্যায় রাজত্বও ক 6S6 > X > R