পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

X o X > > ネ ১ অধ্যায়।] তীতের প্রতি পত্র । ৬৯৩ নুসারে আপনার সত্য ধৰ্ম্মপুত্র তীতের প্রতি পত্র লিখিতেছে । আমাদের পিতা ঈশ্বর ও ত্রাণকর্তা প্রভূ যীশু খ্ৰীষ্ট তোমাকে অনুগ্রহ ও দয়া ও শান্তি প্রদান করুন ? অসম্পূর্ণ কাৰ্য সকল সম্পূর্ণ করিতে, বিশেষতঃ আমার আজ্ঞানুসারে প্রত্যেক নগরে প্রাচীন লোকদিগকে নিযুক্ত করিতে, আমি ক্রীতী উপদ্বীপে তোমাকে রাখিয়া আসিয়াছি । তাহাতে যে জন অনিন্দনীয় ও এক স্ত্রীর স্বামী, এবং যাহার বালকগণ বিশ্বাস্য, ও দুষ্টাচরণে অপবাদিত নয়, ও অবাধ্য নয়, তাহাকে নিযুক্ত কর । কেননা ঈশ্বরের ভাণ্ডারির ন্যায় অনিন্দনীয় হওয়া ; এবং স্বেচ্ছাচারী, ও হঠাৎ ক্রোধী, ও পানাসক্ত, ও প্রহারক, ও কুৎসিত ধনলোভী ন হইয়া, আতিথেয় ও সল্লোকানুরক্ত, ও সতর্ক, ও ধৰ্ম্মশীল, ও প্রবিত্র, ও পরিমিতভোগী হওয়া ; এবং হিতোপদেশ দিয়া বিনয় করিতে ও বৈধৰ্ম্মাচারিদিগকে অপ্রতিভ করিতে সমর্থ হইয়া উপদেশানুসারে বিশ্বসনীয় বাক্যের পালন করা, এই সকল (মণ্ডলীর) অধ্যক্ষের আবশ্যক হয় । অনেক লোক বিশেষতঃ ত্বকচ্ছেদিদের মধ্যে কতক লোক অবাধ্য ও প্রলাপবাক্যবাদী ও প্রবঞ্চক আছে ; তাহার কুৎসিত ধনার্থে অনুপযুক্ত উপদেশদ্বারা কতক লোকের তাবৎ পরিবারের সুমতি নষ্ট করিতেছে ; তাহদের মুখ অবরোধ করা উচিত । আর ‘ক্রীতী নিবাসি লোকের নিত্য মিথ্যাবাদী, ও হিংসুক পশুতুল্য, ও উদরভারে অলস, এই কথা তাহদের (দেশীয়) কোন এক কবি ১৩ ও কহিয়াছে । এই সাক্ষ্য সত্য ; অতএব বিহুদীয় 693