পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭০৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

も篤bー ফিলীমোনের প্রতি পত্র। আমাদের পিতা ঈশ্বর ও প্রভূ যীশু খ্ৰীষ্ট তোমাদিগকে অনুগ্রহ ও শান্তি প্রদান করুন । ভূ যীশুর প্রতি তোমার বিশ্বাস ও পবিত্র লোকদের প্রতি তোমার প্রেমের বিবরণ শুনিতে পাইতেছি, অতএব আমাদের (পরস্পর) যে২ সদ্ভাব তাছে, তাহ। খ্রীষ্ট যীশুর প্রতি হয়, ইহা সকলকে স্বীকণর করাওনেতে যেন তোমার প্রত্যয়জাত দানশীলতা সফল হয়, এই জন্যে আমি সৰ্ব্বদা আপন প্রার্থনাতে তোমার নাম উল্লেখ করিয়া ঈশ্বরের ধন্যবাদ করিতেছি । হে ভ্রাতঃ, তুমি পবিত্র লোকদের প্রাণকে আপ্যায়িত করিয়াছ, এই কারণ তোমার প্রেমেতে আমরা শান্তিযুক্ত ও পরমহলদিত হইলাম । যদ্যপি খ্রীষ্টদ্বারা অতি ক্ষমতাপন্ন হইয়া কৰ্ত্তব্য কৰ্ম্মে তোমাকে আজ্ঞা দিতে পারি, তথাপি প্রাচীন পৌল আমি সম্প্রতি খ্রীষ্টের কারণ বন্দীও হইয়৷ প্রেম পূৰ্ব্বক বিনয় করিয়া নিবেদন করিতেছি । আtমার বন্ধন সময়ে আমাকর্তৃক ধৰ্ম্মেতে জাত যে অনীষিম নামে আমার পুত্র, তাহার জন্যে তোমাকে নিবেদন করিতেছি । সে পূর্বে তোমার অনিষ্টকারী ছিল, কিন্তু এই ক্ষণে তোমার ও আমার হিতকারী হইতেছে । অতএব আমি তাহাকে তোমার নিকটে পাঠাইতেছি ; তুমি তাহাকে আমার প্রাণভুল্য জানিয়া গ্রহণ করিব । সুসমাচারের নিমিত্তে আমার বন্ধন দশাতে তোমার পরিবর্তে তাহাকে রাখিয়া অগমসেবা করাই, এমত মনস্থ করিয়াছিলাম । কিন্তু তোমার কৃত উপকার যেন বলানুসারে না হইয় ইচ্ছানুসারে হয়, এই নিমিত্তে তোমার অভিমত ন৷ 698 V) > x > ネ > Nう > 8