পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

r ফিলীমেীনের প্রতি পত্র । Nసిని ১৫ পাইয়৷ কিছুই করিতে চাহিলাম না । আর কি জানি, তুমি যেন চিরকালের নিমিত্তে তাহাকে গ্রহণ কর, এই নিমিত্তে সে কিছু কাল পর্যন্ত তোমাহইতে ১৬ পৃথক হইয়াছিল । এখন তুমি তাহাকে দাসের ন্যায় গ্রহণ করিব। তাহ নয়, কিন্তু যে জন দাস অপেক্ষণও অধিক শ্রেষ্ঠ এবং আমার অতি প্রিয়, অবশ্য ঐহিকে ও পারমর্থিকে তোমার ততোধিক প্রিয়, এমন ১৭ ভ্রাতার ন্যায় তাহাকে গ্রহণ করিব । আর তুমি যদি আমাকে সখী বলিয়। মান্য কর, তবে তাহাকে ১৮ আমার সদৃশ বুঝিয়া গ্রহণ করিব । সে যদি তোমার কোন অন্যায় করিয়া থাকে, কি তোমার কাছে ঋণগ্রস্ত হয়, তবে তাহা অামার বলিয়া গণনা কর । ১৯ অামি তাহ পরিশোধ করিব, ইহা অামি পোল স্বহস্তে লিখিলাম ; কিন্তু তুমি আমার কাছে প্রাণ ২ • পর্যন্ত ঋণী আছ, এ কথা কহি না । হে ভ্রাতঃ, তোমাদ্বারা প্রভুতে আমার আনন্দ হউক, এবং তু২ ১ মি প্রভুতে আমার প্রাণকে আপ্যায়িত কর । যাহা বলি, তুমি ততোধিক করিবা, তাহা জানিয়া তোমার এমত অণজ্ঞাবর্তিত্বে বিশ্বাস করিয়া তোমাকে ২২ এ প্রকার লিখিলাম ! তোমাদের প্রার্থনাদ্বার। আমি যে তোমাদের নিকটে সমৰ্পিত হইব, আমার এমন বিশ্বাস হইতেছে ; অতএব আমার নিমিত্তে এক বা২৩ সা প্রস্তুত করিয়া রাখিবা । যীশু খ্রীষ্টের জন্যে ২৪ আমার সহবন্দী যে ই পকা, এবং মার্ক ও অরিষ্টর্থ ও দীমা ও লুক, ইহারা আমার সহকারী তোমাকে ২৫ নমস্কার জানাইতেছে । আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের , অনুগ্রহ সৰ্ব্বদা তোমাদের হৃদয়বস্ত্রী হউক । ইতি । । 699