পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭১৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

e8 ইন্দ্রীয়দের প্রতি পত্র । [৩ অধ্যায় । হে স্বৰ্গীয় আহানের সহভাগি পবিত্র ভ্রাতৃগণ, প্রেরিত ও মহাযাজকৰূপে আমাদের স্বীকৃত খ্ৰীষ্ট স্বীশুর প্রতি মনোযোগ কর । মূসা যেমন নিযোজক ঈশ্বরের “সকল পরিবারের মধ্যে বিশ্বাসের পাত্ৰ” ছিল, তদ্রুপ তিনি তাহার বিশ্বাসের পাত্র অাছেন । পরিবারের কৰ্ত্ত যেমন পরিবার অপেক্ষ। সম্ভান্ত হয়, তাদৃশ তিনি মূসা অপেক্ষাও অধিক সম্ভ্রান্ত আছেন । যত পরিবার অাছে, সকলের এক ২ কৰ্ত্তা আছে ; কিন্তু বিশ্বের কর্তা ঈশ্বর । মূসা বক্তব্য কথার প্রমাণার্থে সেবক হইয়। তাহার সকল পরিবারের মধ্যে বিশ্বাসের পাত্র ছিল । কিন্তু খ্ৰীষ্ট পুত্র হওয়াতে তাহার পরিবারের অধ্যক্ষ হইয়। বিশ্বাসের পাত্র আছেন ; আর আমরা যদি প্রত্যাশাজাত সাহস ও আনন্দ শেষ পর্যন্ত দৃঢ় করিয়া রাখি, তবে আমরাও র্তাহার পরিবার হই । অতএব পবিত্র আত্মা এইৰূপ কছেন, “অদ্য তোম“রা যদি তাহার কথা শুনিতে ইচ্ছা কর, তবে যেমন “বিবাদের স্থানে ও প্রান্তরের মধ্যে পরীক্ষার দিব* সে তেমনি অপেন ২ অন্তঃকরণ কঠিন করিও না । “ কেননা তোমাদের পূর্বপুরুষ আমার বিষয়ে বি“ চার করিয়া আমার কৰ্ম্ম দেখিলেও চল্লিশ বৎসর * পৰ্য্যন্ত আমার পরীক্ষা লইল । তৎকালে আমি সেই বংশের প্রতি বিরক্ত হইয়া কহিলাম, সেই * লোকের অন্তঃকরণে সৰ্ব্বদা ভ্রান্ত হইয়া অামার o У о

  • পথ চিনে না, এ কারণ আমি ক্রোধে এই শপথ ১১

aকরিলাম, তাহারা আমার বিশ্রামে বিশ্রান্ত হইবে “ না ।” অতএব হে ভ্রাতৃগণ, সাবধান, অমর ঈশ্বর- ১২ 704