পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭১৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

லேமு ইন্দ্রীয়দের প্রতি পত্র । [৪ অধ্যায় । শ্রোতার তাবিশ্বাস করতে শ্রত বাক্য তাহদের পক্ষে ফলদায়ক হইল না । আর বিশ্বাসকারী তা- ৩ মরা তাহার বিশ্রামে বিশ্রান্ত হইব । “আমি ক্রো“ ধে এই শপথ করিলাম, তাহার। আমার বিশ্রা“ মে বিশ্রান্ত হইবে না,’’ এই কথা যিনি কছিলেন, তিনি জগতের বৃষ্টিৰূপ আপন কাৰ্য সমাপনাবধি (বিশ্রাম করিয়া আসিতেছেন ।) এই জন্যে সপ্তম ৪ দিমের বিষয়ে কোন এক স্থানে এইৰূপ উক্ত অাছে, “ সপ্তম দিনে ঈশ্বর আপন তাবৎ কৃত কাৰ্য্যহইতে * বিশ্রাম করিলেন ।” আর এই স্থানেও উক্ত অ- ৫ ছে, “ তাহারা আমার বিশ্রামে বিশ্রান্ত হইবে না ।” অবশ্য কোন লোককে ঐ বিশ্রামে বিশ্রান্ত হই- ৬ তে হয়, কিন্তু যাহাদের নিকটে সুসমাচার পূৰ্ব্বে প্রচারিত হইয়াছিল, তাহারা অবিশ্বাস প্রযুক্ত বিশ্রাম পায় নাই ! এই জন্যে তিনি পুনশ্চ এক ৭ দিন অর্থাৎ আদ্যকার দিন নিৰূপণ করিয়া এত কলের পর দায়ুদদ্বারা পূর্বোক্ত এই কথা কহিলেন, “ অদ্য তোমরা যদি তাহার কথা শুনিতে ইচ্ছা কর, “ তবে আপন২ অন্তঃকরণ কঠিন করিও না ।” আর ৮ যিহোশূয় যদি তাহাদিগকে বিশ্রাম দিত, তবে ঈশ্বর তাহর পরে অন্য কোন দিনের কথা কহিতেন না । অতএব ঈশ্বরের লোকদের বিশ্রামার্থে বিশ্রাম থা- ৯ কে । তাহাতে যে জন তাহার বিশ্রামে বিশ্রান্ত ১ • হয়, সে ঈশ্বরের ন্যায় আপন কৃত কাৰ্য্যহইতে বিশ্রম করে । কেহ যেন সেই অবিশ্বাসের নিদর্শ- ১১ নানুসারে পতিত না হয়, এই জন্যে আইস, আমরা তাহার বিশ্রামেতে বিশ্রান্ত হইতে যত্ন করি । 706