পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় ] ইন্দ্রীয়দের প্রতি পত্র। ఇతిడి ১২ ঈশ্বরের বাক্য সচেতন, ও প্রভাব বিশিষ্ট, ও দ্বিধার খড়গ সকল অপেক্ষা তীক্ষু এবং প্রাণ ও আত্মা, এবং গ্রন্থি ও মজা, এই সকলের পরিভেদক ও বিচ্ছেদকারি, এবং মনের সংকল্প ও সন্ধানের ১৩ অভিজ্ঞ । এবং র্যাহার কাছে অণপন ২ কথা কহিতে হয়, কিছুমাত্র তাহার অগোচর নহে ; তাহার দৃষ্টিতে সকলি অনাবৃত ও প্রকাশিত আছে । ১৪ আর যিনি উচ্চতম স্বর্গে প্রবিষ্ট হইলেন, এমন মহান ব্যক্তি অর্থাৎ ঈশ্বরের পুত্র যীশু আমাদের মহাযাজক হওয়াতে, আইস, আমরা তাহাকে স্বীকার ১৫ করণে দৃঢ়চিত্ত হই । দৌৰ্ব্বল্যেতে আমাদের সহিত দুখভোগ করিতে অক্ষম, এমন মহাযাজক আমদের নহেন ; তিনি নিষ্পাপ হইয়াও আমাদের ন্যায় ১৬ সৰ্ব্বতোভাবে পরীক্ষিত হইলেন । অতএব আইস, আমরা উপযুক্ত সময়ে উপকারার্থে কৃপা গ্রহণ করিবার এবং অনুগ্রহ পাইবার জন্যে নিৰ্ভয়ে অনুগ্ৰহৰূপ সিংহাসনের নিকটে যাই । ৫ অধ্যায় । ১ খ্রীষ্টের মহাযাজকতা ৪ ও পরমেশ্বরদ্বারা তাহার মহাষাজকন্দ্র পদে নিযুক্ত হওন ১১ ও ইন্দ্রীয় লোকদের অজ্ঞানত প্রযুক্ত অনুযোগ করণ । ১ নৈবেদ্য ও পাপের প্রায়শ্চিত্ত বলি দান করিতে মনুষ্যদের হইতে নীত যে কোন মহাযাজক মনুষ্যদের পক্ষে ঈশ্বরের কৰ্ম্মেতে নিযুক্ত আছে, ২ সে আপনি দৌৰ্ব্বল্যেতে বেষ্টিত হওন প্রযুক্ত অজ্ঞান ও বিপথগামি লোকদিগের দুঃখে দুঃখী *३, ৩ এবং পাপ প্রযুক্ত কেবল লোকদের নিমিত্তে নহে, 707