পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩২ মথিলিখিত সুসমাচার। [১৯ অধ্যায়। অপর এক জন আসিয়া তাহাকে জিজ্ঞাসিল, হে পরম ১৬ গুরো, অনন্ত পরমায়ু প্রাপ্তির নিমিত্তে আমার কি২ সৎকৰ্ম্ম করা কর্তব্য? তাহাতে তিনি কহিলেন, আমাকে ১৭ পরম করিয়া কেন বল ? ঈশ্বর ব্যতিরেকে কেহই পরম হয় না; কিন্তু অনন্ত পরমায়ু পাইতে যদি বাঞ্ছা কর, তবে আজ্ঞ সকল পালন কর । তখন সে জিজ্ঞাসা করিল, ১৮ কোনই আজ্ঞ ? তাহাতে যীশু কহিলেন, “ নরহত্যা করিও “ না, ও ছুরি করিও না, ও মিথ্য সাক্ষ্য দিও না; এবং ১৯ “ তুমি আপন পিতা মাতাকে সন্তুম করিও, এবং তোমার “ প্রতিবাসিকে আত্মতুল্য প্রেম করিও ।” সে যুব কহিল, ২ • বালককালাবধি এই সকল পালন করিয়া আসিতেছি, এখন আমার কি জুটি আছে ? তাহাতে যীশু কহিলেন, ২১ যদি সিদ্ধ হইতে বাঞ্ছা কর, তবে গিয়া আপন সৰ্ব্বস্ব বিক্রয় করিয়া দরিদ্রদিগকে বিতরণ কর, তাহাতে স্বগেতে ধন পাইবা ; পরে আসিয়া আমার পশ্চাদগামী হও । এ কথা শুনিয়া সে যুব বিষন্ন হইয়া চলিয়া গেল, কারণ ২২ তাহার বিস্তর সম্প্রক্তি ছিল । তখন যীশু আপন শিষ্যদিগকে কহিলেন, ধনি লোকের ২৩ স্বৰ্গ রাজ্যে প্রবেশ করা দুষ্কর, ইহ। আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি । এবং আর বার তোমাদিগকে কহি- ২৪ তেছি, ঈশ্বরের রাজ্যে ধনি লোকের প্রবেশ করণ অপেক্ষা বরং সূচির ছিদ্ৰ দিয়া উষ্ট্রের গমনাগমন করা সহজ । এ ২৫ কথা শুনিয়া শিষ্যেরা অতি চমৎকৃত হইয়। কহিল, তবে কাহার পরিত্রাণ হইতে পারে ? তাহাতে তিনি তাহদের ১৬ প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, তাহ মনুষ্যদের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সকলি সাধ্য । 62