পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭২০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

》s ইন্দ্রীয়দের প্রতি পত্র । [৬ অধ্যায়। হে প্রিয় সকল, আমরা এমন কথা কহিলেও তো- ৯ মরা তদপেক্ষা উত্তম হইয়। পরিত্রাণের পথে আছ, ইহা বিশ্বাস করি । কেননা তোমরা পবিত্র লোক- ১ • দিগের যে সেবা করিয়াছ, এবং অদ্যাপি করিতেছ, ও তাহাদ্বারা ঈশ্বরের প্রতি যে প্রেমের প্রমাণৰূপ ক্রিয়া ও পরিশ্রম প্রকাশ করিয়াছ, তাহ তিনি অন্যায় করিয়া বিস্মৃত হইবেন না । কিন্তু তো- ১১ মর শেষ পর্যন্ত দৃঢ় প্রত্যাশা করিতে অতি যত্নবান হও, এবং নিরালস্য হইয়া, যাহারা প্রত্যয় ও ১২ চিরসহিষ্ণুতাদ্বারা প্রতিজ্ঞার ফলাধিকারী হয়, তাহদের অনুকারী হও, আমরা এই বাসনা করি । কে- ১৩ ৯ নন। ঈশ্বর ইব্রাহীমের নিকটে দিব্য করিতে আ|পনার নাম অপেক্ষী অণর কোন গুরুতর নাম না পাওয়াতে আপন নাম লইয়া দিব্য করিয়া কহি- ১ ৪ লেন, “ আমি তোমাকে আশীৰ্ব্বাদ করিয়া তোমার “অতিশয় বংশবৃদ্ধি করিব ।” তাহাতে সে চির- ১৫ সহিষ্ণুতা করিয়া সেই প্রতিজ্ঞার ফল পাইল । মনু- ১৬ ষ্যের প্রমাণের নিমিত্তে ও বিবাদের শেষ করণার্থে শ্রেষ্ঠতর নাম লইয়া দিব্য করে । এই জন্যে ঐ ১৭ প্রতিজ্ঞার অধিকারিদিগকে আপন মন্ত্রণার আমে।ঘতা বাহুল্য ৰূপে দেখাইতে স্পৃহা করিয়া, ঈশ্বর দিব্যদ্বারা ঐ প্রতিজ্ঞ স্থির করিলেন । অতএব ১৮ প্রত্যাশা প্রাপ্তির নিমিত্তে সম্মুখে স্থিত আশ্রয়েতে পলায়ন করিয়াছি যে আমরা, আমাদিগকে ঈশ্বর যে বিষয়ে মিথ্যা কহিতে পারেন না, এমন দুই অমোঘ বিষয়দ্বারা সম্পূর্ণ সাম্ভুনা দেন । હ - S s ত্যাশা আমাদের মনের অটল গুরুতর লঙ্গরস্বৰূপ 710