পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭১২ ইন্দ্রীয়দের প্রতি পত্র। [৭ অধ্যায় । এই কালে যাহারা দশমাংশ গ্রহণ করে, তাহার। মরে ; কিন্তু সে কালে যে জন দশমাংশ গ্রহণ করিয়াছে, সে যে নিত্য জীবী, ইহার প্রমাণ আছে । অণর দশমাংশ গ্রহণকর্তা লেবি আপনি ইব্রাহীমদ্বারা দশমাংশ প্রদান করিয়াছে, ইহাও কহ। যাই సి তে পারে ; কেননা যে সময়ে মলকীষেদক তাহার ১ e পিতার সহিত সাক্ষাৎ করিল, তৎকালে লেবি তাহার অন্তরে ছিল । আর যাহাদ্বার। লোকেরা ব্যবস্থা পাইয়াছিল, সেই লেবীয় যাজকত্বদ্বার। যদি মনুষ্য সিদ্ধ হইতে পারিত, তবে হারোণের মতানুসারে বিখ্যাত না হইয়া মলকীষেদকের মতানুসারে অন্য এক যাজকের উদয় হওনের কি প্রয়োজন ছিল যাজকত্ব বিকৃত হইলে ব্যবস্থাও অবশ্য বিকৃত হয় । আর যে বংশের কেহ কখনো বেদির কৰ্ম্মের অধিকারী হয় নাই, এমত বংশহইতে উৎপন্ন এক ব্যক্তির বিষয়ে ঐ পূৰ্ব্বোক্তি আছে । প্রমাণ এই, আমাদের প্রভু বিহুদী বংশেতে অবতীর্ণ হইয়াছেন, ইহা প্রসিদ্ধ আছে ; কিন্তু মূসা যাজকত্ব কৰ্ম্ম বিষয়ে ঐ বংশের কথা কিছুই কহে নাই । আরও স্পষ্ট প্রমাণ এই, মলকীষেদকের মতানুসারে যে অন্য যাজকের উদয় হয়, তিনি জাতিসম্বন্ধীয় তাজ্ঞার মতানুসারে নিযুক্ত না হইয়। অক্ষয় পরমায়ুর শক্ত্যনুসারে নিযুক্ত হন । কেননা ঈশ্বর এই সাক্ষ্য দেন, “তুমি মৰ্কেীঘেদকের মতা“ নুসারে নিত্য যাজক হইবা ।” অতএব যে ব্যবস্থাদ্বারা কেন বিষয়ে ( কাহারে। ) সিদ্ধি হয় নাই, দুর্বলতা ও নিফলত প্রযুক্ত সেই পূর্বকীয় ব্যব 7 12 X > > R. X \o S 8 S ( X V, X 3 > ア