পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

IJ ইন্দ্রীয়দের প্রতি পঞ্জ । ৭১৩ ১৯ স্থার লোপ হয় ; এবং ঘাহা দ্বার। আমরা ঈ সুরের নিকটবর্তী হই, এমত শ্রেষ্ঠ প্রত্যাশার প্রদান হয় । ২ • আর শপথ ব্যতিরেকে যীশু যাজকপদে নিযুক্ত হন নাই, ইছাতেও তিনি শ্রেষ্ঠ নিয়মের মধ্যস্থ হই২ ১ মাছেন । কেননা ঐ মাজকের শপথ ব্যতিরেকে ২২ যাজকপদে নিযুক্ত হইয়াছিল ; কিন্তু “পরমেশ্বর এই “ শপথ করিলেন, ও তাহার অন্যথা করিবেন না ; “ তুমি মহকীবেদকের মতানুসারে নিত্য যাজক হই“বা,’ যিনি তাহাকে ঐ কথা কছিলেন, তাহার এই ২৩ শপথদ্বারা খ্ৰীষ্ট নিযুক্ত হইলেন । আর তাহদের নশ্বরতা প্রযুক্ত চিরস্থায়ী হইতে ন পারাতে (ক্রমে২ ২৪ এক পদে ) বহুজন নিযুক্ত হইল ; কিন্তু এই যীশু নিত্যস্থায়ি প্রযুক্ত অন্যের অপ্রাপ্তব্য যাজকত্ব ক ২৫ রেন । অতএব যাহারা তাহাদ্বারা ঈশ্বরের শরণাগত হয়, তিনি তাহদের নিমিত্তে নিবেদন করিতে সতত জীবিত থাকাতে সৰ্ব্বতোভাবে তাহাদিগকে ২৬ ত্ৰাণ করিতে সমর্থ হন । আর পবিত্র, ও অহিংসক, ও নিৰ্ম্মল, ও পাপিগণহইতে পৃথক, এবং স্বর্গহইতে উচ্চীকৃত, এমত এক মহাযাজক আমাদের ২৭ অবশ্যক ছিল । তাহাতে ঐ মহাযাজকগণের ন্যায় প্রথমে আপনার, পরে অন্যদের পাপের জন্যে নিত্য২ বলিদান কর। তাহার আবশ্যক হয় না ; কেনন। তিনি আপনাকে উৎসর্গ করিয়া লোকদের নিমিত্তে সেই কৰ্ম্ম একেবারে সম্পন্ন করিলেন । ২৮ আর ব্যবস্থা অসিদ্ধ মনুষ্যকে মহাযাজকপদে নিযুক্ত করে ; কিন্তু ব্যবস্থার পরে যে শপথের কথা ছিল, সে নিত্যস্থায়ি সিদ্ধ পুত্রকে নিযুক্ত করে । 7 13