পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭২৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭১৬ ইব্রীয়দের প্রতি পত্র। [৯ অধ্যায়। VG ছিল, ঐ কুঠী পবিত্র নামে বিখ্যাত হইল । পরে দ্বিতীয় বিচ্ছেদবস্ত্রের পশ্চাদভাগে সাপবিত্র নামে ঐ তস্থর ধে অন্য কুঠরী, তন্মধ্যে সুবর্ণনর ধূনাচী, ও সৰ্ব্বদিগে স্বর্ণমণ্ডিত নিয়মলি-দুক ছিল; ঐ সিন্দুকে- ৪ তে মান্নার সুবর্ণ ঘট, ও হারেণের মঞ্জরিত ঘষ্টি, ও খোদিত নিয়ম প্রস্তর ; এবং তদুপরি করুণাসনের ৫ ছায়াকারি তেজোময় কিন্ধবগণ ছিল, এই সকলের বিশেষ তত্ত্ব এখন কহিবার সময় নয় । এই ৰূপে স- ৬ কল প্রস্তুত হইলে যাজকগণ ঈশ্বরের সেবা করিতে তাঙ্কুর প্রথম কুঠীতে সৰ্ব্বদ গমনাগমন করে ; কিন্তু ৭ দ্বিতীয় কুঠরীতে মহাযাজক একাকী বৎসরাস্তর এক বার প্রবেশ করে ; আর আপনার এবং অন্য লোকদের অজ্ঞানকৃত পাপের নিমিত্ত্বে উৎসর্গ করণের রক্ত না লইয়। প্রবেশ করে না । ইহাতে পবিত্র ৮ আত্মা এই অর্থ জ্ঞাপন করেন, প্রথম তাম্ব, থাকিলে মহাপবিত্র স্থানে প্রবেশের পথ প্রকাশিত হয় না । আর ঐ তাম্ব বর্তমান কালের এক আদর্শস্বৰূপ , ৯ কেননা সিদ্ধি করণের কাল পৰ্য্যন্ত যেমন নিৰূপিত আছে, তজপ সাধকের মন সিদ্ধ করিতে অসমর্থ, কেবল বিশেষ খাদ্য ও পেয় ও নানাবিধ বাপ্তিস্ ১ • মাদি সাংসারিক সেবা সম্বন্ধীয় নান নৈবেদ্য ও বলিদান তাহতে উৎসৃষ্ট হইয়া থাকে । খ্রীষ্ট ভবিমঙ্গল দিবার নিমিত্তে মহাযাজকৰূপে ১ ১ অবতীর্ণ হইয়। এই সৃষ্টি বহির্ভূত অহস্তকত শ্রেষ্ঠতম প্রসিদ্ধ তাম্ব দিয়া (গমন করিয়া, ) ছাগের কি গে- ১২ বৎসের রক্তর সহিত নয়, কিন্তু আপনার রক্তের সহিত একেবারে মহাপবিত্র স্থনে প্রবেশ করিয়৷ 716