পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। ৩৩ ২৭ তখন পিতর তাহাকে কহিল, দেখ, আমরা সমস্তই পরিত্যাগ করিয়া তোমার পশ্চাদগামী হইলাম, আমরা ২৮ কি পাইব ? তাহাতে যীশু কহিলেন, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, তোমরা আমার পশ্চাদগামী হইতেছ, এই হেতুক নূতন সৃষ্টি করণের সময়ে যখন মনুষ্যপুত্ৰ আপন ঐশ্বৰ্য্যশালি সিংহাসনে বসিবেন, তখন তোমরাও দ্বাদশ সিংহাসনে বসিয়া ইসায়েলের দ্বাদশ বংশের বিচার ২৯ করিব। এবং যে কোন ব্যক্তি আমার নাম প্রযুক্ত বাটী কি ভ্রাতা কি ভগিনী কি পিতা কি মাত কি স্ত্রী কি বালক কি ভূমি পরিত্যাগ করে, সে শত গুণ পাইবে ; এবং ৩০ অনন্ত পরমায়ুরও অধিকারী হইবে । কিন্তু অগ্রের অনেক লোক পশ্চাৎ ও পশ্চাতের অনেক লোক আগ্ৰে পড়িবে । ২০ অধ্যায় । ১ কুষাণ লোকদের দৃষ্টান্ত ১৭ ও গ্রীষ্টের আপন মৃতু্য প্রকাশ করণ ২০ ও দুই শিষ্যকে উত্তর দিয়া নমু হওনের উপদেশ করণ ২৯ ও দুই অন্ধ লোককে চক্ষু দেওন । ১ স্বৰ্গরাজ্য এমন এক গৃহস্থের তুল্য, যে অতি প্রভাতে আপন দ্রাক্ষাক্ষেত্রে কৃষাণ লোকদিগকে নিযুক্ত করিতে ২ গেল । পরে তাহদের সহিত দিন এক সিকি বেতন নিয়ম করিয়া তাহাদিগকে দ্রীক্ষণক্ষেত্রে প্রেরণ করিল ৷ ৩ অনন্তর এক প্রহর বেলার সময়ে গিয়া হাটে কএক ৪ জনকে নিষ্কৰ্ম্মে থাকিতে দেখিয় তাহাদিগকে কহিল, তোমরাও আমার দ্রাক্ষাক্ষেত্রে যাও, আমি তোমাদিগকে উপযুক্ত বেতন দিব ; তাহাতে তাহারা প্রস্থান করিল। ৫ পুনশ্চ সে দ্বিতীয় ও তৃতীয় প্রহরের সময়ে বাহিরে গিয়া ৬ তদ্রুপ করিল । পরে এক ঘণ্টা বেল থাকিতে বাহিরে গিয়। অরহ কএক জনকে নিষ্কৰ্ম্মে থাকিতে দেখিয়। 63