পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৩০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

42 s. ইন্দ্রীয়দের প্রতি পত্র । [১০ অধ্যায় । জন্যে সিদ্ধ করিয়াছেন । এবং ইহার বিষরে আম- ১৫ দের প্রতি পবিত্র আত্মা স্বয়ং সাক্ষ্য দেন ; যেহেতুক পূৰ্ব্বোক্ত বচনের শেষে লিখিত আছে, “ পরমেশ্বর ১৬ কছেন, সেই দিনের পর আমি তাহণদের সহিত এই “ নিয়ম স্থির করিব ; তাহাদের অন্তঃকরণে অামার “ ব্যবস্থা দিব, ও চিত্তে তাহা লিখিব, এবং তাহদের ১৭ ‘’ পাপ ও অপরাধ তার কখন স্মরণে আনিব না ।” অতএব পাপমোচন হইলে পাপার্থে উৎসগের আর ১৮ প্রয়োজন থাকে না ৷ হে ভ্রাতৃগণ, যীশু স্বশরীরন্ধপ বিচ্ছেদবস্ত্ৰ দিয়া ১৯ অামাদের নিমিত্তে জীবনদায়ক যে নূতন পথ প্রকাশ করিয়াছেন, তাহা দিয়া মহাপবিত্র স্থানে প্রবেশ ক- ২০ রিতে র্ত হার রক্তের দ্বারা আমাদের সাহস আছে ; এবং যিনি ঈশ্বরের পরিবারের অধ্যক্ষ তিনিই আমা- ২১ দের মহাযাজক আছেন ; অতএব আইস, আমরা ২২ পাপবোধ বিষয়ে প্রক্ষণলিত মন ও নিৰ্ম্মল জলে ধেীত শরীর হইয়া সরল অন্তঃকরণে দৃঢ় বিশ্বাস পূর্বক ঈস্বরের নিকটবৰ্ত্তী হই । এবং যিনি প্রতিজ্ঞ করি- ২৩ য়ছেন তিনি বিশ্বস্ত ; অতএব আইস, প্রত্যাশার ঘে বাক্য আমরা স্বীকার করিয়াছি, তাহা দৃঢ় করিয়া ধরি ; এবং প্রেম ও সৎক্রিয়াতে পরস্পর প্র- ২ ৪ বৃত্তি দিতে মনোযোগ করি ; এবং কতক লোক- ২৫ দের ন্যায় সভ করণ ত্যাগ না করিয়া দিন যত নিকট দেখি, তত উপদেশ করি । সত্য ধৰ্ম্মের জ্ঞান পাইলে পর আমরা যদি পুন ২৬ বার স্বেচ্ছাপূর্বক পাপাচরণ করি, তবে সেই পাপের জার কোন প্রায়শ্চিত্ত থাকে না ; কেবল শত্ৰুনাশক ২৭ 720