পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৩২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭২২ ইন্দ্রীয়দের প্রন্তি পত্র । [১১ অধ্যায় ।

  • প্রত্যয়দ্বারা বাচিবে, কিন্তু যদি ধৰ্ম্ম ত্যাগ করে, ত* বে তাছাতে ঈশ্বরের আত্মা সন্তুষ্ট হইবেন না ।” কিন্তু যাহাদের বিনাশ হইবে, এমত ধৰ্ম্মত্যাগিদের মধ্যে না থাকিয়া অণমরা আত্মার পরিত্রাণার্থে প্রত্যয়িদের মধ্যে থাকি ৷

১১ অধ্যায় । ১ বিশ্বাসের নির্ণয় ও অনেক দৃষ্টান্তদ্বারা তাহার ফলের নিণয় ৩২ ও বিশ্বাসদ্বারা যে আশ্চৰ্য্য ক্রিয়া ও দুঃখভোগ হইয়াছে তাহার নির্ণয় । প্রত্যয় প্রত্যাশিত বিষয়ের নিশ্চয়কারি ও অপ্রত্যক্ষ বিষয়ের প্রমাণদাতা হয় । সেই প্রত্যয়দ্বারা প্রাচীন লোকেরা সুখ্যাতি প্রাপ্ত হইল। আর ঈশ্বরের বাক্যদ্বারা জগৎ সৃষ্ট হইল, কিন্তু কোন প্রত্যক্ষ বস্তুহইতে এই সকল দৃষ্ট বস্তুর সৃষ্টি হইল না, ইহা আমরা প্রত্যয়দ্বারা জ্ঞাত হইতেছি । এবং হাৰিল প্রত্যয়দ্বারা কাবিল অপেক্ষা ঈশ্বরের উদ্দেশে শ্রেষ্ঠ বলি উৎসর্গ করিয়া, তাহার সেই দানের প্রতি ঈশ্বরের সাক্ষ্যদ্বারা আপনি যে ধাৰ্ম্মিক এমত প্রমাণ পাইল ; একারণ সে মৃত হইলেও অদ্যাবধি কথা কহিতেছে । তদ্ভিন্ন হনোক প্রত্যয়দ্বারা মৃত্যুর আস্বাদ না পাইয়। অন্তৰ্হিত হইল ; আর ঈশ্বর তাহাকে অন্তহিত করিলে কেহ তাহার উদ্দেশ পাইল না; এবং অন্তৰ্দ্ধানের পূর্বে সে যে ঈশ্বরের সন্তোষ জন্মাইয়াছিল, তাহার এমত প্রমাণ ছিল । কিন্তু প্রত্যয় ব্যতিরেকে ঈশ্বরকে তুষ্ট করা অসাধ্য ; ঈশ্বর যে বর্তমান ও আপনার অন্বেষণকারিগণের পুরস্কারদাতা, এমত প্রত্যয় করা ঈশ্বরের শরণাগত 722 R > Y NV