পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১ অধ্যায় ।] ইন্দ্রীয়দের প্রতি পত্র । ৭২ ৩ ৭ লোকের কর্তব্য । আর নোহু প্রত্যয়দ্বারা অপ্রত্যক্ষ ভবিষ্যদ্বিষয়ে ঈশ্বরকতৃক প্রত্যাদিষ্ট হইয়া ভয়াৰ্ত্ত হইয় নিজ পরিবার রক্ষার্থে এক জাহাজ নিৰ্ম্মাণ করিল, তাহাতে সে জগজ্জনের দোষ দেখাইয়। প্র৮ ত্যয়জাত পুণ্যের অধিকারী হইল। আর ইব্রাহীম প্রাপ্তব্য অধিকার স্থানে যাত্রা করিতে আঙ্গুত ङ्झेলে প্রত্যয়দ্বারা আজ্ঞাবহ হইল, এবং আমি কোথায় যাইতেছি, তাহা অজ্ঞাত হইলেও যাত্রা করিল। ৯ এবং প্রত্যয়দ্বারা প্রতিজ্ঞার ফলাধিকারী যে ইসহাক ও যাকুব, ইহাদের সহিত তাম্বুতে অবস্থিতি করিয়া বিদেশের ন্যায় প্রতিজ্ঞাত দেশে প্রবাস করিল ; ১ - যেহেতুক ঈশ্বরের নিৰ্ম্মিত ও রক্ষিত এক ভিত্তি১১ মূল বিশিষ্ট নগরের অপেক্ষাতে থাকিল । আর সারা প্রতিজ্ঞাকারিকে বিশ্বাস্য জ্ঞান করাতে রজেণনিবৃত্তি হইলেও প্রত্যয়দ্বারা গৰ্ত্তধারণ করিবার শক্তি ১২ পাইয়া পুত্র প্রসব করিল । এই জন্যে মৃতকপ এক ব্যক্তিহইতে আকাশের নক্ষত্রগণের ন্যায় ও সমুদ্রতীরস্থ বালুকার ন্যায় অসংখ্য লোক উৎপন্ন >७ ङ्झेल । পূর্বোক্ত সকল লোক প্রত্যয়েতে প্রাণত্যাগ করিল ; তাহারা প্রতিজ্ঞাত ফল প্রাপ্ত ছিল না, কেবল দূরে তাহা দেখিয়া বিশ্বাসী ও গ্রহণকাজক্ষী হইয়া সংসারে অপরিচিত ও বিদেশি আপনাদিগকে ১৪ স্বীকার করিল যাহার। এমত স্বীকার করে, তাহারা ‘ আপনাদের দেশ অন্বেষণ করিতেছি, ইহা ১৫ অস্পষ্টই বলে । আর তাহারা যে দেশ পরিত্যাগ করিয়। অাসিয়াছিল, তাহ যদি স্মরণ করিত, তবে অ বশ্য তদেশে প্রত্যাগমনের সুযোগ পাইতে পারিত । 723