পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ● ইন্দ্রীয়দের প্রতি পত্র । [১২ অধ্যায়। নিমিত্তে রক্ষা গ্ৰহণ না করাতে প্রহারেতে হত হইল । এবং অন্যেরা তিরস্কার ও কশাঘাত ও বন্ধন ৩৬ ও কারাগার ভোগ করিল ; অণর কেহ বা প্রস্তরী- ৩৭ ঘাতে হত, ও কেহবা করতিদ্বারা দ্বিখণ্ড, ও যন্ত্রশাতে পরীক্ষিত, ও খড়গদ্বারা বিনষ্ট হইল, এবং মেষের ও ছাগলের চৰ্ম্মেতে আচ্ছাদিত, দীনহীন, ক্লিষ্ট ও তাড়িত হইয়া অরণ্যে ও পৰ্ব্বতে ও পশুগুহাতে ৩৮ ও পৃথিবীর গহবরে ভ্রমণ করিতে লাগিল ; এই সংসার তাহণদের যোগ্য হইল না । এই সকলে প্র- ৩৯ ত্যয়দ্বারা সুখ্যাতি প্রাপ্ত হইল, কিন্তু প্রতিজ্ঞাত ফল প্রাপ্ত হইল না । কেননা ঈশ্বর আমাদের নিমিত্তে ৪ • কোন শ্রেষ্ঠতর পরামর্শ করিয়া অামাদের ব্যতিরে- - কে তাহাদিগকে সিদ্ধ হইতে দিলেন না । ১২ অধ্যায় । ১ বিশ্বাসে ও দুঃখভোগে ও ধর্মে স্থির হওনের বিনয় ১২ ও ধর্মভ্যাগ করণ বিষয়ে সাবধান করণ ১৮ ও ব্যবস্থার মঙ্গল অপেক্ষা সুসমাচারের মঙ্গল ভাল ২৫ ও সুসমাচারে স্থির হওনের আবশ্যকভ1। আমরা এত সাক্ষিৰূপ মেঘবেষ্টিত হইয়া আইস, ১ সকল ভার ও অনায় সি বাধক পাপকে ত্যাগ করিয়া ধৈর্য্যাবলম্বনে আপনাদের গমনের নিৰূপিত পথে ধাবমান হইয়া আমাদের ধৰ্ম্মের আদি কৰ্ত্তা ও ২ সিদ্ধিদাতা যীশুকে লক্ষ্য করি ; তিনি আপনার সম্মুখস্থ আনন্দ প্রাপ্তির নিমিত্তে অপমান তুচ্ছবোধ পূর্বক ক্রুশীয় যন্ত্রণ সহ করিয়া ঈশ্বরের সিংহসনের দক্ষিণ পাশ্বে উপবিষ্ট হুইয়াছেন । অতএব ৩ তোমরা যেন আপন২ মনেতে শ্রান্ত ক্লান্ত না হও, এই জন্যে যিনি পাপিগণদ্বারা অণপন বিরুদ্ধে এমত 726