পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায় ] ইন্দ্রীয়দের প্রতি পত্র। ২৪ গণ, ও নূতন নিয়মের মধ্যস্থ যীশু, এবং হাবিলের রক্তাপেক্ষা মঙ্গলদায়ক প্রোক্ষণের রক্ত, এই সকলের নিকটে তোমরা আসিয়াছ । ২৫ সাবধান, তোমরা উপদেশকের রব শুনিতে অসম্মত হুইও না ; কেননা পৃথিবীস্থ উপদেশকের রব শুনিতে অসম্মত ঐ লোকেরা যদি না বঁ।চিল, তবে স্বগীয় উপদেশকহইতে পরাভূখ হইলে আমরা কোন প্র২৬ কারে বঁচিব না । তখনই তাহার রবেতে পৃথিবী কম্পিত হইয়াছিল, কিন্তু এই ক্ষণে তিনি এই প্রতিজ্ঞ করিলেন, “আমি আর এক বার পৃথিবীকে * কম্পান্বিত করিব, তাহা কেবল নয়, আকাশকেও ২৭ “ কম্পান্বিত করিব।” “আর এক বার’ শব্দের তাৎপৰ্য্য এই, কম্পিত বস্তু স্থানান্তরীকৃত হইলে যাহার নিমিত্তে সৃষ্ট হইয়াছিল, সেই সকল অকম্পনীয় ২৮ বস্তু থাকিবে । অতএব অকম্পনীয় রাজ্যের অধিকারী হওয়াতে আইস, আমরা অনুগ্রহ অবলম্বন করিয়া ভয় ও ভক্তিতে গ্রাহ্যৰূপে ঈশ্বরের সেবা করি ; ২৯ কেননা আমাদের ঈশ্বর সংহীরক অগ্নিস্বৰূপ ৷ ১৩ অধ্যায় । ১ ভভিপ্রেমাদির বিবরণ ৯ ও বিবিধ শিক্ষাদ্ধার চালিত হওনে নিষেধ ১৭ ও শিক্ষকদিগকে মান্য করণের কথ1 ২০ ও মঙ্গল প্রাথন ২২ ও সমাচার ও নমস্কার প্রেরণ করণ । ১ ভ্রাতৃপ্রেম থাকুক ; এবং আতিথ্য ব্যবহার বিস্মৃত ২ হইও না ; কেননা তাহাতে কেহ২ ন জানিয়া দিব্য ৩ দূতগণকেও অতিথি করিয়াছে । এবং বনিদগণকে অ|পনাদের সহবন্দি জ্ঞান করিয়া স্মরণ কর, ও অগপনাদিগকে দেহবিশিষ্ট জ্ঞান করিয়া দুঃখি লোকদিগকে 729