পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○8 মথিলিখিত সুসমাচার। [২০ অধ্যায় । জিজ্ঞাসিল, তোমরা কি জন্যে এই স্থানে তাবৎ দিন নিষ্কৰ্ম্মে দাড়াইয়া আছ ? তাহাতে তাহারা বলিল, কেহই ৭ আমাদিগকে কৰ্ম্মে নিযুক্ত করে নাই । তখন সে কহিল, তোমরাও আমার দ্রাক্ষাক্ষেত্রেতে যাও, তাহাতে উপযুক্ত বেতন পাইব । অনন্তর সন্ধ্যাকাল উপস্থিত হইলে ৮ সেই দ্রাক্ষাক্ষেত্রের কৰ্ত্ত অধ্যক্ষকে কহিল, কৃষাণদিগকে ডাকিয়া শেষ জন অবধি আরম্ভ করিয়া প্রথম জন পৰ্যন্ত তাহাদিগকে বেতন দেও। তাহাতে যাহার এক ৯ ঘণ্ট থাকিতে আসিয়াছিল, তাহারা প্রত্যেক জন এক ২ সিকি পাইল । তখন প্রথম নিযুক্ত লোকের আসিয়া ১ • অনুমান করিল, আমরা অধিক পাইব ; কিন্তু তাহারাও এক২ সিকি পাইল । তাহাতে তাহ। গ্রহণ করিয়া সেই ১১ গৃহস্থের সহিত বচসা করিয়া কহিল, আমরা সমস্ত দিন ১২ তাপ ও ক্লেশ ভোগ করিলাম, কিন্তু যে পশ্চাতের লোকেরা এক ঘণ্টামাত্র কৰ্ম্ম করিল, তাহাদিগকেও আমাদের সমান করিলা । তাহাতে সে তাহদের এক জনকে উত্তর ১৩ করিল, হে বৎস, আমি তোমার কিছুই অন্যায় করি নাই ; তুমি কি আমার নিকটে এক সিকিতে স্বীকার করিলা না ? অতএব তোমার যে পাওনা, তাহ লইয়। ১৪ যাও ; তোমার মত এই পশ্চাৎ নিযুক্ত লোককেও দিতে আমার ইচ্ছা আছে । স্বেচ্ছানুসারে নিজ দ্রব্য ব্যবহার ১৫ করিতে কি আমার ক্ষমতা নাই ? কিম্বা আমার দাতৃত্ব প্রযুক্ত তুমি কি ঈর্ষ দৃষ্টি করিতেছ ? এই ৰূপে অগ্রের ১৬ লোকেরা পশ্চাৎ, ও পশ্চাতের লোকের অগ্ৰে পড়িবে ; অনেকেই আহুত, কিন্তু অল্প মনোনীত । তদনন্তর যীশু ফিকশালম্ নগরে যাইতেহ গোপনে ১৭ পথের মধ্যে দ্বাদশ শিষ্যকে লইয়। কছিলেন, দেখ, আ- ১৮ 64