পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৪১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৩ অধ্যায় ] ইন্দ্রীয়দের প্রতি পত্র । q\こ> সহ্য করিয়া শিবিরের বাহিরে তাহার নিকটে গমন ১ ৪ করি । কেননা এখানে আমাদের কোন চিরস্থায়ি নগর নাই ; আমরা এক ভাবি নগরের চেষ্টাতে ১৫ অাছি । অতএব তাইস, র্তাহাদ্বারা আমরা সৰ্ব্বদ। ঈশ্বরের প্রশংসাৰূপ বলি, অর্থাৎ তাহার নাম স্বী১ ৬ কারকারি ওষ্ঠাধরের ফল উৎসর্গ করি । অার পরে - পকার ও দান করিতে বিস্মৃত হইও না, কেননা ইহা ঈশ্বরের সন্তোষজনক বলি । ১৭ তার তোমরা উপদেশকদিগকে মান্য করিয়া তাহাদের অর্ণজ্ঞার বশ छूड ६७ ॥ কেননা যাহাদের নিকাশ দিতে হয়, এমত প্রহরি লোকদের ন্যায় তাহারা তোমাদের আত্মার প্রতি মনোযোগ করিয়া থাকে ; অতএব তাহাদিগকে আনন্দপূর্বক সেই কৰ্ম্ম সম্পন্ন করিতে দেও, তাহদের দুঃখ জন্মইও না, জন্মাইলে তোমাদের কিছু লাভ হইবে না । ১৮ অণর তোমরা আমাদের নিমিত্তে প্রার্থনা কর ; আমরা উত্তম মন বিশিষ্ট হইয়া সৰ্ব্ব বিষয়ে সদাচরণ করিতে প্রয়াস করি, ইহা নিশ্চয় জানি । ১৯ কিন্তু ত্বরায় যেন তোমাদের নিকটে সমৰ্পিত হই, এই প্রার্থনা করিতে তোমাদিগকে আরো অধিক বিনয় করি । ২ - যে শান্তিদাতা ঈশ্বর অনন্তকালস্থরি নিয়মের রক্তধারি প্রধান মেষপালককে, অর্থাৎ আমাদের ২১ প্রভূ যীশুকে মৃতদের মধ্যহইতে আনিয়াছেন, তিনি আপন ইচ্ছা পূর্ণ করিতে তোমাদিগকে তাবৎ সৎক্রিয়াতে সিদ্ধ করুন ; এবং যে সকল কৰ্ম্ম তাহার দৃষ্টিতে গ্রাহ, তাহা তোমাদের মধ্যে যীশু 731