পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* \38 যাকূলের পত্র। [১ অধ্যায় । সম্ভব হয় না, এবং তিনিও কাহাকে কুমতি দেন না । কিন্তু তাণপন ২ লোভেতে আকৰ্ষিত ও লুব্ধ रुझे- s 8 লে প্রত্যেক জনের কুমতি জন্মে। তাহাতে সেই ১৫ লোভ গৰ্ত্তধারিণীর ন্যায় পাপ জন্মায়, ও পাপ সংপূর্ণ হইলে মৃত্যু জন্মায় । হে আমার প্রিয় ভ্রা ১৬ তৃগণ, তোমরা ভ্রান্ত হইও না । যে কিছু উত্তম ১৭ দান ও সম্পূর্ণ অনুগ্রহ, সে সমস্ত কেবল উদ্ধৃহইতে তাইসে, অর্থাৎ যাহাতে অন্যথাভাব ও বিকারের লেশও নাই, এমত যে দীপ্তির আকর ঈশ্বর, তাহাহইতে আইসে । তাছার সৃষ্টির মধ্যে আমরা ১৮ যেন এক প্রকার প্রথম ফলস্বরূপ হই, এই নিমিত্তে তিনি আপন ইচ্ছানুসারে সত্য বাক্যদ্বারা অামাদিগকে জন্ম দিলেন । অতএব, হে অামার প্রিয় ১৯ ভ্রাতৃগণ, তোমরা প্রত্যেকে শ্রবণে আগ্রহ ও কথনে । ধীর হও ; ক্রোধেও ধীর হও, যেহেতুক মনুষ্যের ২৪ ক্রোধহইতে ঈশ্বরের গ্রাহ্য কৰ্ম্ম জন্মে ন । আর তোমরা তাবৎ অশুচি ক্রিয় ও দ্বেষ স- ২১ মূহু পরিত্যাগ করিয়া তোমাদের আত্মার পরিত্রাণ করিতে সমর্থ, এমত যে উপদিষ্ট বাক্য, তাহা নম হইয়। গ্রহণ কর । এবং শ্রোতামাত্র হইয় আপনা- ২২ দিগকে প্রবঞ্চনা না করিয়া বাক্যের কৰ্ম্মকারী হও । কেনন যে কেহ বাক্যানুসারে কৰ্ম্ম না করিয়। ২৩ শ্রোতামাত্র থাকে, সে দর্পণে স্বাভাবিক মুখদর্শনকারি মনুষ্যের সদৃশ হইয় আপনাকে দেখিলেও ২৪ আপনি কেমন, তাহী স্থানান্তরে গিয়া বিস্মৃত হয় । কিন্তু যে কেহ মুক্তিজনক সিদ্ধ ব্যবস্থাতে দৃষ্টিপাত ২৫ করিয়া তাহাতে নিবিষ্ট থাকে, সে বিস্মারক শ্রে 734