পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] স্বাকুৰের পত্র। * ○意 তা না হইয়া কৰ্ম্ম করণ পূর্বক আপন কার্য্যেতে ২৬ ধন্য হয় । তোমাদের যে কেহ আপনাকে ধাৰ্ম্মিক করিয়া মানে, সে যদি আপন জিহাকে শাসন না করিয়া অন্তঃকরণকে বঞ্চনা করে, তবে তাহার ২৭ সে ধৰ্ম্মই বৃথা হয় । পিতৃমাতৃহীন ও বিধবাগণের তত্ত্বাবধারণ করা, ও সংসারহইতে আপনাকে নিস্কলঙ্কৰূপে রক্ষা করা, ইছাই আমাদের পিতা ঈশ্বরের সাক্ষাতে পবিত্র ও নিৰ্ম্মল ধৰ্ম্ম হয় । ২ অধ্যায় । ১ দরিদ্র লোককে তুচ্ছ ও ধনি লোককে সমাদর না করণের অবশ্যকতা ১৪ ও কর্মরহিত বিশ্বাসের বৃথা হওন ও নিম্ফল ও সফল বিশ্বাসের বিবরণ । ১ হে আমার ভ্রাতৃগণ, তেজস্বি প্রভূ যীশু খ্রীষ্টের ধৰ্ম্ম পালন করিতে গেলে মনুষ্যের মুখাপেক্ষা করা ২ তোমাদের হয় না । কেননা তোমাদের সভাতে স্বর্ণ অঙ্গুরীয়যুক্ত ও শুভ্র বস্ত্রান্বিত কোন লোক আইলে ৩ এবং মলিন বস্ত্র পরিহিত কোন দরিদ্রও আইলে, যদি তোমরা সেই শুক্লবস্ত্রান্বিত লোককে ভাগ্রে অভ্যর্থন করিয়া, এই উত্তম স্থানে বসুন, এমত কথা বল, কিন্তু “ তুমি ঐ স্থানে দণ্ডায়মান থাক, কিন্তু আমার ৪ এই পাদপীঠে বৈস, ইছ দরিদ্র ব্যক্তিকে বল, তবে ইহাতে তোমরা কি পরস্পর পক্ষপাতী ও বিচায়েতে ৫ কুমন্ত্রণকারী হও না ? হে আমার প্রিয় ভ্রাতৃগণ, শুন, ঈশ্বর অপেন প্রেমকারিদিগকে যে রাজ্য প্রদানের প্রতিজ্ঞ করিয়াছেন, সেই রাজ্যের উত্তরাধিকারী ও প্রত্যয় ধনেতে ধনবান করিবার জন্যে কি সংসারস্থ দরিদ্র লোককে মনোনীত করেন নাই ? 735 -