পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৪৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ অধ্যায় I) যাকুবের পত্র । * ○為 ১ - মূৰ্ত্তিতে সৃষ্ট মনুষ্যকে শাপ দি । আমাদের এক মুখহইতে আশীৰ্ব্বাদ ও শাপ দুই নির্গত হয় ; হে ১ ১ অামার ভ্রাতৃগণ, এমত হওয়া উচিত নহে । उँबूझे কি এক ছিদ্র দিয়া মিষ্ট ও তিক্ত দুই প্রকার জল ১২ নির্গত করে ? হে আমার ভ্রাতৃগণ, ভুতুরবৃক্ষে কি জিতফল ধরিতে পারে ? কিম্বা দ্রাক্ষালতাতে কি ডুমুরফল ধরিতে পারে ? তদ্রুপ এক উনুইহইতে লবণাক্ত ও মিষ্ট দুই প্রকার জল উৎপন্ন হয় না । ১৩ তোমাদের মধ্যে কেহ যদি জ্ঞানী ও সুবোধ থাকে, তবে সে সদাচরণ করিয়া জ্ঞানযুক্ত মৃদু১ ৪ তার কৰ্ম্ম প্রকাশ করুক । কিন্তু তোমাদের মনের মধ্যে যদি তিক্ত ঈর্ষ্য ও দ্বেষ হয়, তবে আত্মশ্লাঘ। করিও না, এবং সত্যতার বিরুদ্ধে মিথ্যা কহিও না । ১৫ ঐ জ্ঞান उर्दूहहेष्ड নিঃসৃত হয় না, কিন্তু সাংসারিক ১৬ ও শারীরিক ও ভৌতিক হয় । কেননা যে স্থানে ঈৰ্ষা ও দ্বেষ, সেই স্থানেই কলহ ও তাবৎ দুষ্কৰ্ম্ম । ১৭ কিন্তু উদ্ধৃহইতে নিঃসৃত যে জ্ঞান, সে প্রথমে নিৰ্ম্মল, পরে শান্তিযুক্ত, ও মৃদু ও নমনশীল, এবং দয়াতে ও উত্তম ফলেতে পরিপূর্ণ, এবং পক্ষপাতিত্ব ও কপট১৮ রহিত হয় । আর শান্তিকারি লোকদের শান্তিতে ধৰ্ম্মফলের বীজ রোপিত হয় । ৪ অধ্যায় । ১ যুদ্ধ ও লোভ ও ঈর্ষা ও অহঙ্কারাদির বিরুদ্ধ কথা ১১ ও গা -r, নি না করণের কথা ১৩ ও বাণিজ্য ও দীর্ঘায়ু বিষয়ে শ্লাঘার অকৰ্ত্তব্যতা । ১ তোমাদের মধ্যে যুদ্ধ ও সংগ্রাম কাহাহইতে হয় ? তোমাদের অঙ্গ প্রত্যঙ্গে যে বিপরীতকারি সুখাভি 739