পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২০ অধ্যায় ] মথিলিখিত সুসমাচার। やめ@ মরা যিৰূশালম্ নগরে যাইতেছি ; তাহাতে মনুষ্যপুত্ৰ প্রধান যাজক ও অধ্যাপকগণের হস্তে সমৰ্পিত হইবেন ; এবং তাহারা তাহার প্রাণদণ্ডাজ্ঞা দিয়া পরিহাস ও কোড়া ১৯ প্রহর, এবং কুশেতে বধ করাইবার নিমিত্তে অন্যদেশীয়দের হস্তে র্তাহাকে সমর্পণ করিবে ; পরে তিনি তৃতীয় দিবসে কবরহইতে উঠিবেন । ২• তখন সিবদিয়ের স্ত্রী আপন পুত্রদিগকে সঙ্গে লইয়৷ যীশুর নিকটে উপস্থিত হইয়া প্রণাম পূর্বক তাহার কাছে ২১ কিছু অনুগ্রহ যাজ করিল। তখন যীশু তাহাকে কহিলেন, তুমি কি চাহ ? তাহাতে সে কহিল, আপনকার রাজ্যে আমার এই দুই পুত্রের এক জনকে আপন দক্ষিণ পাশ্বের্চ ২২ ও দ্বিতীয় জনকে বাম পাশ্বে বসিতে আজ্ঞা করুন। যীশু উত্তর করিলেন, তোমরা যাহা প্রার্থনা করিতেছ, তাহ বুঝ না ; আমি যে বাটতে পান করিব, তাহাতে কি তোমরা পান করিতে পারিব ? এবং আমি যে প্রকার বাপ্তিস্থমেতে বাপ্তাইজিত হইব, তাহাতে কি তোমরা বাপ্তাইজিত ২৩ হইতে পারিব ? তাহার। বলিল, পারিব । তখন তিনি কহিলেন, তোমরা আমার বাটীতে অবশ্য পান করিবা, এবং আমি যে প্রকার বাপ্তিস্মেতে বাপ্তাইজিত হইব, তাহাতে তোমরাও বাস্তু ইজিত হইবা ; কিন্তু যাহাদের নিমিত্তে আমার পিতাকর্তৃক আমার দক্ষিণ পাশ্বে ও বাম পাশ্বে আসন প্রস্তুত করা গিয়াছে, তাহদের ব্যতিরেকে আর কাহাকেও তাহাতে বসাইতে আমার অধিকার নাই । ২৪ এই কথা শুনিয়া অন্য দশ শিষ্য ঐ দুই ভ্রাতার প্রতি ২৫ জুদ্ধ হইল । কিন্তু যীশু আপনার নিকটে তাহাদিগকে ডাকিয়া কহিলেন, অন্যদেশীয়দের ভূপতিগণ তাহাদের উপরে প্রভুত্ব করে, এবং যাহারা প্রধান, তাহারা তাহাদের 65