পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8∞ যাকূলের পত্র। [8 অধ্যায় । লাষ, তাহাহইতে কি নয় ? তোমরা বাঞ্ছা করিয়া ২ থাক, কিন্তু কিছুই পাইতে পার না ; এবং বধে উদ্যত হইয়া ঈর্ষা করিয়া থাক, কিন্তু কৃতকাৰ্য্য হইতে পার না ; তার সংগ্রাম ও যুদ্ধ করিয়া থাক, তথাপি পাও না ; কারণ তোমরা প্রার্থনা কর না । আর যদি প্রার্থনা কর, তবে আপন ২ অভিলাষে ৩ ব্যয় করণার্থে অবিহিত মতে প্রার্থনা কর, এই জন্যে পাও না । হে ব্যভিচারি ও ব্যভিচারিণীগণ, ৪ এই জগতের মিত্ৰত ঈশ্বরের শতুত হয়, ইহা কি তামরা জ্ঞাত নও ? যে কেহ সংসারের মিত্র হইতে বাসন করে, সেই ঈশ্বরের শত্ৰু । ইহাতে ৫ তোমরা কি শাস্ত্রীয় কথা লাভশূন্য বোধ কর । যে আত্মা আমাদের অন্তরে বাস করেন, র্তাহার স্নেহ কি কৃপণতাযুক্ত হয় ? (এমন নয়, ) বরং তি- ৬ নি অধিক লাভজনক অনুগ্রহ প্রদান করেন ; এই কারণ উক্ত আছে ; “ঈশ্বর অহঙ্কারিদিগকে প্রতি“ রোধ করিয়া নমুদিগকে অনুগ্রহ প্রদান করেন।” অতএব তোমরা ঈশ্বরের বশতাপন্ন হও ; এবং শয়- ৭ তানকে প্রতিরোধ কর, তাহাতে সে তোমাদের নিকটহইতে পলায়ন করিবে । আর ঈশ্বরের নিকট- ৮ বৰ্ত্তী হও, তাহ হইলে তিনিও তোমাদের নিকটবৰ্ত্তী হইবেন । হে পাপিগণ, তোমরা হস্ত শুচি কর; হে দ্বিমনা লোক সকল, তোমরা আপন২ অন্তঃকরণ পরিষ্কার কর । এবং কাতর হইয়া শোক ৯ ও বিলাপ কর ; তোমাদের হাস্যস্থানে শোক, ও আনন্দের স্থানে নিরানন্দতা হউক । আর প্রভুর ১৭ 740