পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় 1) যাকুবের পত্র। 8 ষ্যদ্বক্তৃগণ পরমেশ্বরের নামেতে কহিয়াছে তোমরা তাহাদিগকে দুঃখভোগ ও দীর্ঘ সহিষ্ণুতার দৃষ্টান্ত১ ১ স্বৰূপ করিয়া জ্ঞান কর । দেখ, যাহার। দীর্ঘসহিষ্ণ, আমরা তাহদের ধন্যবাদ করি ; তোমরা আয়ুবের দীর্ঘসহিষ্ণুতার কথা শুনিয়াছ, এবং পরমেশ্বরের বহু দয়া ও স্নেহ দেখিয় তাহার অভিপ্রায় জ্ঞাত হইয়াছ । ১২ হে আমার ভ্রাতৃগণ, তোমরা কোন প্রকারে স্বগের কি পৃথিবীর কি অন্য বস্তুর নাম লইয়। দিব্য করিও না ; যেন দণ্ড প্রাপ্ত না হও, এই জন্যে কেবল ই ও কেবল না বল । ১৩ আর তোমাদের কেহ যদি দুঃখিত হইয়া থাকে, তবে প্রার্থন করুক ; এবং কেহ যদি আনন্দিত ১৪ থাকে, তবে সে গীত গান করুক । অণর তোমাদের কেহ যদি পীড়িত থাকে, তবে সে মণ্ডলীর প্রাচীনবগকে আহবান করুক ; এবং তাহারণ প্রভুর নামেতে তাহাকে তৈলাভিষিক্ত করিয়া তাহার ১৫ নিমিত্তে প্রার্থনা করুক । তাহাতে প্রত্যয়জগত প্রার্থনাদ্বারা সে পীড়িত ব্যক্তি বঁচিবে, এবং প্রভু তাহাকে সুস্থ করবেন ; আর যদি সে কোন পাপ ১৬ করিয়া থাকে, তাহারও মার্জনা হইবে । তোমর পরস্পর আপন২ দোষ স্বীকার কর, এবং সুস্থ হওনার্থে এক জন অন্য জনের কারণ প্রার্থন কর । কেননা ধাৰ্ম্মিক ব্যক্তির একান্ত প্রার্থন অতি স_ ১৭ ফল হয় । এলিয় আমাদের ন্যায় সুখদুঃখভোগী হইয়া অনাবৃষ্টির নিমিত্তে দৃঢ় প্রার্থনা করিল, তা হাতে তিন বৎসর ছয় মাস পর্যন্ত দেশে অনাবৃষ্টি 743 -