পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

খ্রীষ্টদ্বারা ঈশ্বরের নিকটে গ্রাহ্য যে পারমার্থিক বলি, তাছা উৎসর্গ করিতে পবিত্র যাজক স্বৰূপ হইতেছ । এই বিষয়ে শাস্ত্ৰেতেও লিখিত আছে, “ দেখ, আমি মনোনীত ও বহুমূল্য প্রধান কো“ণের এক প্রস্তর সিয়োনে স্থাপিত করি ; যে জন “ তাহাতে বিশ্বাস করিবে, সে লজ্জিত হইবে না।” অতএব প্রত্যয়কারী যে তোমরা, তোমাদের নিকটে তিনি বহুমূল্য হন ; কিন্তু অনাভাবহ লোকদের নিকটে, “ গাথকের ঐ যে প্রস্তর অগ্রাহ ক“ রিয়াছে, তাহণ কোণের প্রধান প্রস্তর হইয়া বাধা“ জনক ও উছোট লাগনের প্রস্তর হইয়া উঠিল ।” তাহারা অনাভাবহ হইয়। ঈশ্বরের বাক্যেতে উছোট খাইল ; তাহাতেও তাহার নিযুক্ত ছিল । কিন্তু বিনি তোমাদিগকে অন্ধকার হইতে আপনার আশ্চর্য দীপ্তির মধ্যে আহবান করিয়াছেন, তোমরা যেন তাহার প্রশংসা প্রকাশ কর, এই জন্যে তোমরা মনোনীত বংশ ও রাজকীয় যাজককুল ও পবিত্র প্রজা এবং ক্রীত লোক হইয়াছ । তোমরা পূর্বে ঈশ্বরের লোক ছিল না, কিন্তু এক্ষণে র্ত হার লোক হইয়াছ ; এবং পূর্বে র্তাহার দয়ার পাত্র ছিল না, কিন্তু এক্ষণে দয়ার পাত্র হইয়াছ । হে প্রিয় ভ্রাতৃগণ, তোমাদিগকে এই বিনয় করিয়া বলি, তোমরা প্রবাসি ও বিদেশি লোকদের ন্যায় মনের প্রতিকুলে যুদ্ধকারি শারীরিক সুখাভিলাষহইতে নিবৃত্ত হও । এবং যে অন্যদেশীয়ের দুষ্কৃত লোকদের ন্যায় তোমাদের কলঙ্ক করে, তাহারা যেন তোমাদের সংক্রিয়া দেখিয়া অনুগ্রহের 748 ago. পিতরের প্রথম পত্র । [২ অধ্যায় { У о o S > R