পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৬০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

C: পিতরের প্রথম পত্র । [৩ অধ্যায়। তাহার মুখে কোন ছলের কথা ছিল না । এবং ২৩ নিন্দিত হইলে প্রতিনিন্দ করিতেন না, এবং দুঃখ পাইলে কাহাকে ভৎসনা করিতেন না, কিন্তু ন্যায়বিচারকর্তার উপরে ভার রাখিতেন । অণর আগম- ২৪ রা যেন পাপের পক্ষে মৃত হইয়া ধৰ্ম্মপক্ষে সজীব হই, এই জন্যে তিনি ক্রুশের উপরে আপন শরীরে আমাদের পাপের ভর বহন করিলেন ; তাহার ক্ষতদ্বারা তোমাদের স্বাস্থ্য হইল । কেননা ২৫ পূর্বে তোমর হারাণ মেষের ন্যায় ছিলা, কিন্তু এই ক্ষণে তোমাদের আত্মার অধ্যক্ষ মেষপালকের নিকটে ফিরিয়া আসিয়াছ । ৩ অধ্যায় । ১ স্ত্রী পুরুষের কৰ্ত্তব্য কর্মের নির্ণয় ৮ ও পরসপর প্রেম করণের কথা ও ধর্মাথে দুখভোগের কথা ও আত্মদ্বিারা পূৰ্ব্বকালের লোকদের প্রতি ঈশ্বরের কথা প্রচার হওন । হে স্ত্রীগণ, তোমাদের কাহারও স্বামী যদি ঈশ্ব- ১ রের বাক্যেতে অবিশ্বাসী হয়, তবে তোমাদের সভয় পবিত্র আচরণ দেখিয়া বাক্য ব্যতিরেকে স্ত্রীগণের আচরণদ্বারা ধৰ্ম্মের প্রতি যেন অনুরক্ত হয়, এ জন্যে তোমরাও আপনং স্বামির বশীভূত হও । আর ৩ কেশবেশ ও স্বর্ণভিরণ ও সুন্দর পরিচ্ছদ ইত্যাদি বাস্থ ভূষণ তোমাদের ভূষণ না হইয়া, ঈশ্বরের সা- ৪ ক্ষাতে বহুমূল্য মৃদুতা ও শান্তিযুক্ত মনের যে গুপ্ত স্বভাব, তাহাই তোমাদের অক্ষয় ভূষণ হউক । পূৰ্ব্বকালের যে পবিত্র স্ত্রীগণ ঈশ্বরেতে প্রত্যাশ। ৫ করিত, তাহারাও আপন২ স্বামির বশতাপন্ন হই য়। এই প্রকারে আপনাদিগকে ভূষিত করিয়াছিল । 750 R