পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

o ত অধ্যায় ।] পিত্তরের প্রথম পত্র । AQ> ৬ সেই ৰূপে সারা ইব্রাহীমকে প্রভু বলিয় তাহার আজ্ঞাকারিণী হইল ; তোমরাও সৎকৰ্ম্ম করিয়া নিভয় ও নিঃশঙ্ক হইয় তাহার কন্যাস্বৰূপ হও । হে পুরুষগণ, স্ত্রীলোক তোমাদের অপেক্ষা অদৃঢ় মৃৎপাত্ৰস্বৰূপ, ইহা জানিয়া জ্ঞান পূর্বক তাহদের সহিত সহবাস কর, এবং তাহাদিগকে আপনাদের সহিত এক পরমায়ুৰূপ অনুগ্রহদানের অধিকারিণী জানিয়া সভূম কর; নতুবা কি জানি তোমাদের প্রার্থনাকৰ্ম্মে ব্যাঘাত হইবে । ৮ বিশেষতঃ তোমরা সকলে একমন, ও পরদুঃখভো- ৷ গী, ও ভ্রাতৃপ্রেমকারী, ও দয়াবান, ও সদ্ভাবী হও । এবং অনিষ্টের পরিশোধে অনিষ্ট ও নিন্দার পরিশোধে নিন্দ না করিয়া তোমরা যে আশীৰ্ব্বাদের অধিকারী হইবার জন্যে আহুত হইয়াছ, ইহা জা১০ নিয়া আশীৰ্ব্বাদ কর । কেননা “যে কোন ব্যক্তি “ দীর্ঘায়ুকে প্রেম করিয়া সুখভোগে কালক্ষেপ ক“রিতে চাহে, সে মন্দ কথাহইতে আপন জিহবাকে “ ও প্রবঞ্চনার কথাছইতে আপন ওষ্ঠাধরকে নিবৃত্ত ১১ “ করুক । এবং দুষ্টাচরণ ত্যাগ করিয়া সৎকৰ্ম্ম “ করুক, ও মঙ্গল চেষ্টা করিয়া তাহাতে প্রবৃত্ত ১২ “ থাকুক। ধাৰ্ম্মিকগণের প্রতি পরমেশ্বরের দৃষ্টি, ও “ তাহাদের প্রার্থনার প্রতি র্তাহার কর্ণ অাছে ; “ কিন্তু দুষ্কর্মিদের প্রতি পরমেশ্বর বিমুখ আছেন।” ১৩ আর তোমরা যদি উত্তমের অনুগামী হও, তবে কে ১ ৪ তোমাদিগকে হিংসা করিতে পারে ? তাহাতে যদ্যপি ধৰ্ম্মের নিমিত্তে ক্লেশ ভোগ করিতে হয়, তথাপি তোমরা ধন্য হইবা ; অতএব তাছাদের ভয়েতে 751