পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৬২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

46x পিতরের প্রথম পত্র । [৩ অধ্যায় । ভীত হইও না, ও শঙ্কা করিও না ; এবং মনের ১৫ মধ্যে প্রভু পরমেশ্বরকে পবিত্র করিয়া মান । আর তোমাদের অন্তঃকরণস্থ প্রত্যাশার বিষয়ে যে কেহ তোম দিগকে জিজ্ঞাসা করে, মৃদুতা ও আদরপূৰ্ব্বক তাহাকে উত্তর দিতে সৰ্ব্বদা প্রস্তুত হও । কিন্তু যাহারা খ্ৰীষ্টধৰ্ম্মানুষায়ি তোমাদের সদাচরণের দুর্নাম করে, তাহারা তোমাদের প্রতি দুষ্ট চরণের দোষীরোপ করিতে যেন লজ্জিত হয়, তন্নিমিত্তে তোমরা উত্তম মন বিশিষ্ট হও। দুষ্কৰ্ম্ম করিয়া দুখভোগ ক রা অপেক্ষ বরং সৎকৰ্ম্ম করিয়া ঈশ্বরের ইচ্ছানুসারে দুঃখভোগ করা শ্ৰেয় । যেহেতুক ঈশ্বরের সহিত আমাদের মেলন করাইবার জন্যে ধাৰ্ম্মিক খ্রীস্ট আপনি অধাৰ্ম্মিকদের পরিবর্তে এক বার পণপদণ্ড ভোগ করিলেন, এবং শরীরে হত হইয়। আত্মাতে সজীব হইলেন । এবং কারাবদ্ধ প্রাণিদের নিকটে গিয়া আত্ম দ্বারা বাক্য প্রকাশ করিলেন । নোহের বর্তমান কালে যে সময়ে ঈশ্বর দীর্ঘসহি ভুত প্রকাশ করিয়। জাহাজ প্রস্তুত না হওন পৰ্যন্ত ক্ষণ স্ত থাকিলেন, সেই পূৰ্ব্বসময়ে ঐ সকল প্রাণী অনাজ্ঞাবহু হইয়াছিল ; কেবল অলপ অর্থাৎ আট জন জাহাজের মধ্যে জলেতে রক্ষা পাইয়াছিল । এবং এই বৰ্ত্তমান কালে যে বাপ্তিসম কেবল শরীর পরিস্কার জনক না হইয়া ঈশ্বরের প্রতি সরল মনের সাক্ষ্যস্বৰূপ হয়, তাহ ঐ জলের দৃষ্টান্ত হইয়া যীশু খ্রীষ্টের উত্থানদ্বার। আমাদের রক্ষা করে । তিনি স্বগারোহণ করিয়। ঈশ্বরের দক্ষিণ পাশ্বে উপবিষ্ট 752 ১ ৩ > > ア X > R o

  • >

ネネ