পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৬৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ অধ্যায় ।] পিতরের প্রথম পত্র । a○○ ১৮ বহু লোকদিগের শেষগতি কি হইবে ? অার যদি ধাৰ্ম্মিক লোকদের পরিত্রাণ হওয়া দুঃসাধ্য হয়, তবে অধাৰ্ম্মিক ও পাপিষ্ঠ লোক কোথায় শরণ লইবে ? ১৯ ঈশ্বরের ইচ্ছানুসারে যাহারা দুঃখ ভোগ করে, তাহারা সৎক্রিয়া করিয়া আপন২ আত্মাকে বিশ্বাস্য সৃষ্টিকৰ্ত্তার নিকটে সমর্পণ করুক । ৫ অধ্যায় । ১ প্রাচীন লোকদের কৰ্ত্তব্য কর্ম ৫ ও যুবক ও অন্যদের কৰ্ত্তব্য কর্ম ১০ ও মঙ্গল প্রার্থনা ১২ ও সমাপ্তির কথা ও নমস্কার প্রেরণ । ১ খ্রষ্টের দুঃখভোগের এক সাক্ষী, ও প্রকাশোদ্যত গৌরবের অংশী যে আমি, আমিও এক জন প্র|চীনলোক হইয়। তোমাদের প্রচীনবর্গের প্রতি বি९ नग्न পূর্বক ইহা কহিতেছি । আপনাদের মধ্যস্থিত ঈশ্বরের যে পাল, তাহ পালন কর ; এবং তাহার তত্ত্বাবধারণ কিছু আবশ্যকৰূপে নয়, কিন্তু স্বেচ্ছানুসারে কর ; এবং কুৎসিত লাভার্থেও নয়, কিন্তু ৩ সন্তুষ্ট মনের দ্বারা কর ; এবং অধিকারের প্রভু ৪ ন হইয়া পালের দৃষ্টান্তস্বৰূপ হও । তাহাতে প্রধান পালক উপস্থিত হইলে তোমরা অম্লান গৌরবৰূপ মুকুট পাইবা । ৫ হে যুবকেরা, তোমরাও প্রাচীন লোকদের বশতাপন্ন হও ; এবং সকলে পরস্পর বশীভূত হইয় নম্ৰতাৰূপ অলঙ্কারেতে ভূষিত হও ; কেননা ঈশ্বর অহঙ্কারিদিগকে প্রতিরোধ করিয়া নমু লোকদিগকে ৬ অনুগ্রহ প্রদান করেন । অতএব ঈশ্বর যেন তোমাদিগকে উচিত সময়ে উন্নত করেন, এই জন্যে তোমরা তাহার বলবান হস্তের নীচে নম্র হইয়া থাক । 755