পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৬৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

A(t○ পিতরের প্রথম পত্র। [৫ অধ্যায় । ঈশ্বর তোমাদের প্রতি মনোযোগ করিতেছেন, আত- ৭ এব তোমরা আপনাদের তাবৎ চিন্তার ভার তাহার উপরে অর্পণ কর । আর জাগ্রৎ হইয়া সাব- ৮ ধান থাক, যেহেতুক তোমাদের বিপক্ষ শয়তান গৰ্জ্জনকারি সিংহের ন্যায় কাহাকে গ্রাস করিবে, তাহা অন্বেষণ করিয়া ভ্রমণ করিতেছে । অতএব ৯ তোমরা খ্ৰীষ্টধৰ্ম্মে স্থির হইয়। তাহার সহিত যুদ্ধ কর, এবং তোমাদের জগন্নিবাসি ভ্রাতৃগণেরও এই প্রকার দুঃখ আছে, ইহা জ্ঞাত হও । ক্ষণিক দুঃখভোগের পরে আমাদিগকে অনন্ত গেী- ১ • রৰ দিবার জন্যে খ্রীষ্ট যীশুদ্বার আহবান করিয়াছেন যে সৰ্ব্বানুগ্রহদাতা ঈশ্বর, তিনি তোমাদিগকে সিদ্ধ ও স্থির ও সবল ও নিশ্চল করুন । র্তাহার ১১ গৌরব ও পরাক্রম সৰ্ব্বদা প্রকাশিত হউক । আমেন । তোমরা যে অনুগ্রহ পাইয়া সুস্থির আছ, সে ১২ ঈশ্বরের সত্য অনুগ্রহ, ইহাতে বিনয় পূর্বক প্রমাণ দিয়া, যে সীলকে বিশ্বাস্য ভ্রাতা বোধ করি, তাহার দ্বারা তোমাদিগকে সংক্ষেপে পত্র লিখিলাম । বাবিলস্থ মনোনীত মণ্ডলী ও আমার পুত্র মার্ক ১৩ তোমাদিগকে নমস্কার জানাইতেছে । প্রেমচুম্বনেতে ১৪ পরস্পর নমস্কার কর । যীশু খ্রীস্টের আশ্রিত তোমাদিগের সকলের শান্তি হউক । ইতি । 7 5 6