পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২ অধ্যায় ।] পিতরের দ্বিতীয় পত্র । ዓg U

  • যাহাতে আমার পরম সন্তোষ, অামার সেই প্রিয় “পুত্র এই ” এতদ্বোধক আকাশবাণী মহিমাযুক্ত

তেজহইতে র্তাহার প্রতি নির্গত হওয়াতে তিনি পি ১৮ তা ঈশ্বরহইতে गुण ७ গৌরব পাইলেন । তৎক: লে তাহার সহিত পবিত্ৰ পৰ্ব্বতে থাকিয়া স্বর্গহইতে নির্গত সেই আকাশবাণী আমরা শুনিলাম । ১৯ অণর তদপেক্ষ তামাদের আরও দৃঢ় কথা অর্থাৎ R o

  • >

R ভবিষ্যদ্বাক্য আছে ; অতএব অরুণোদয় পৰ্য্যন্ত কোন অন্ধকারময় স্থানে যে প্রজ্বলিত দীপ্তি থাকে, ঐ ভবিষ্যদ্বাক্য তাহার তুল্য জ্ঞান করিয়া যে পৰ্যন্ত তোমাদের অন্তঃকরণে প্রভাতি নক্ষত্রের উদয় না হয়, তাবৎ তাহার প্রতি মনোযোগ করা তোমাদের মঙ্গল । শাস্ত্রের লিখিত যে কোন ভবিষ্যদবাক্য, সে কাহারো নিজ অভিপ্রায়হইতে নয় ; কারণ মনুষ্যের ইচ্ছাহইতে ভবিষ্যদ্বাক্য পূর্বে উপস্থিত হয় নাই ; কিন্তু ঈশ্বরের পবিত্র লোকেরা পবিত্র আত্মাদ্বারা প্রবৃত্তি পাইয়। ভবিষ্যদ্বাক্য কহিয়াছিল, ইহা বিশেষ ৰূপে জ্ঞাত হও । ২ অধ্যায় । ১ ভক্তি ভবিষ্যদ্বক্ত বিষয়ক কথা ৪ ও তাহীদের দোষ ও দপ্ত এবং ধার্মিকদের রক্ষার কথা । অণর পূৰ্ব্বে যেমন লোকদের মধ্যে ভাক্ত ভবিষ্যদ্বক্তৃগণ ছিল, তদ্রুপ তোমাদের মধ্যেও ভাক্ত উপদেশক হইবে ; তাহার। আপনাদের ক্রয়কর্তা <धडू কে অস্বীকার করিয়া গুপ্তৰূপে বিনাশক বৈধৰ্ম্ম প্রচার করাতে আপনারাই হঠাৎ আপনাদের বিনাশ ঘটাইবে । অণর অনেকে তাহদের বিনাশ পথে 759