পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৭৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় } পিত্তরের দ্বিতীয় পত্র । 午○○ আকাশমণ্ডল ও পৃথিবী ঐ বাক্যদ্বারা অধাৰ্ম্মিক লোকদের বিনাশক বিচার দিন পর্যন্ত অগ্নির নিমিত্তে ৮ সঞ্চিত ও রক্ষিত আছে । অতএব হে প্রিয়বর্গ, প্রভুর নিকটে এক দিন সহস বৎসরের তুল্য, ও সহস্ৰ বৎসর এক দিনের তুল্য, ইহা তোমরা অ৯ জ্ঞাত হইও না । কতক লোক যদ্যপি বিলম্ব বুঝে, তথাপি প্রভু আপনার প্রতিজ্ঞাবিষয়ে বিলম্ব করেন না ; কাহারো যেন বিনাশ না হয়, বরং সকলেই যেন মন ফিরায়, ইহা বাসনা করিয়া তিনি অণমা১• দের প্রতি দীর্ঘসহিষ্ণুতা করেন । কিন্তু রাত্রিকালের চোরের ন্যায় প্রভুর দিন আসিবে ; তৎকালে মহাশব্দে আকাশমণ্ডল লুপ্ত হইবে, এবং মহাতাপে মূলবস্তু সকল গলিয়া যাইবে, ও পৃথিবী ও তন্মধ্যস্থ তাবৎ বস্তু দগ্ধ হইবে । ১১ এই সমস্ত যদি লুপ্ত হইবে, তবে যে দিনে আকাশমণ্ডল দগ্ধ হইয়া লুপ্ত হইবে ও মূলবস্তু সকল মহাতাপে গলিয়া যাইবে, ঈশ্বরের এমত প্রকাশ হ১২ ওন দিনের অপেক্ষ ও আকাঙ্ক্ষা করিয়া সৰ্ব্ববিষয়ে পবিত্র আচরণে ও ঈশ্বরসেবাতে কি প্রকার লোক ১৩ হওয়া তোমাদের উচিত । কিন্তু আমরা তাহার প্রতিজ্ঞানুসারে ধর্মের আবাস যে নুতন আকাশমণ্ডল ও নুতন পৃথিবী তাছার অপেক্ষাতে আছি । ১৪ অতএব হে প্রিয়বর্গ, তোমরাও এই সকলের অপেক্ষা করিয়া যাহাতে কলঙ্ক ও দোষরহিত হইয়া ১৫ ত হাহইতে শান্তি প্রাপ্ত হও, এমন যত্ন কর । আর আমাদের প্রভুর দীর্ঘসহিষ্ণুতাকে পরিত্রাণবৰ্দ্ধক জ্ঞান কর ; আমাদের প্রিয় ভ্রাত। যে পোল, সেও অা 763