পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৭৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* ○3 যোহনের প্রথম পত্র । [১ অধ্যায় । পনার প্রতি ঈশ্বরদত্ত জ্ঞানানুসারে তোমাদের প্রতি এমত লিখিয়াছে । এবং এই প্রকার কথা তাহার সকল পত্রেতেও কহে ; তাহাতে অনেক কথা দুর্গম্য হওয়াতে, যাহারা অশিক্ষিত ও চঞ্চল, তাহার অ|পনাদের বিনাশার্থে অন্য ২ শাস্ত্রীয় বচনের ন্যায় তাহারও তার্থ স্তর করে । হে প্রিয়বগ, তোমরা এ সকল কথা পূর্বে জ্ঞাত হওয়াতে পাপি লোকদের ভ্রান্তিতে ভ্রান্ত হইয়। আপনাদের স্থিরতাহইতে যেন পতিত না হও, এই জন্যে সাবধান হও । এবং আমাদের প্রভু ত্ৰাণকৰ্ত্ত যীশু খ্রীষ্টের অনুগ্রহেতে ও জ্ঞানেতে উত্তরোত্তর বৰ্দ্ধিষ্ণু হও । এই ক্ষণে ও সৰ্ব্বদা তাহার গৌরব প্রকাশিত হউক । ইতি । যোহনের প্রথম সৰ্বসাধারণ পত্র। محترم۔ 69-وی سے ১ অধ্যায় । ১ বাক্যরূপ স্ত্রীষ্টের বিবরণ ৫ ও তাহার সহিত আমাদের মিত্রত ও তদদ্বারা আমাদের পাপ মেচিন । যিনি আদিকালাবধি আছেন, তাহার নিজ কথা শুনিয়া ও র্তাহাকে সাক্ষাৎ দেখিয়া বিদিত হইয়া স্বহস্তে স্পর্শ করিয়া আমরা জীবনৰূপ বাক্যের (প্রসঙ্গ কহিতেছি। ) ফলতঃ যে অনন্ত জীবন পিত। ঈশ্বরের সহিত থাকিয়া আমাদের নিকটে প্রকাশিত হইল, সেই প্রকাশিত জীবনকে দেখিয়া সাক্ষ্য দি 764 > Sめ > 영 > レア