পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] যোহনের প্রথম পত্র। *V)。 পিতাকেও ত্যাগ করে ; ( কিন্তু যে কেহ পুত্রকে ২৪ স্বীকার করে, সে পিতাকেও প্রাপ্ত হয় । ) অতএব তোমরা প্রথমাবধি যে কথা শুনিয়াছ, তাহ তোমাদের অন্তরে থাকুক ; সেই প্রথমাবধি শ্রুত বাক্য যদি তোমাদের অন্তরে থাকে, তবে তোমরাও পি২৫ তাতে ও পুত্ৰেতে থাকিবা । তাছার প্রতিজ্ঞ দ্বারা আমাদের প্রতি যাহা প্রতিজ্ঞাত হইয়াছে, সেই ২৬ অনন্ত পরমায়ু । যাহার তোমাদিগকে ভুলাইতে চাহে, তাহাদের বিষয়ে এই কথা তোমাদিগকে ২৭ লিখিলাম । র্ত হাদ্বারা প্রাপ্ত তোমাদের অন্তরস্থ অভিষেক তোমাদিগেতে থাকাতে, অন্য কাহারে। উপদেশে তোমাদের প্রয়োজন নাই ; সেই ষে অভিষেক তাবৎ বিষয়ে উপদেশ করায়, তাহ সত্য হয়, ও তাহাতে মিথ্যার লেশ ও নাই ; অতএব সে তোমাদিগকে যে ৰূপ উপদেশ দিয়াছে, তদনুসারে ২৮ তাহাতে থাক । হে প্রিয় বালকগণ, এখন তোমরা তাহাতে থাক, থাকিলে তিনি যে সময়ে প্রকাশিত হইবেন, তৎকালে আমরা সাহসিক হইব, এবং তাহার আগমন সময়ে তাহার সাক্ষাতে ২৯ লজ্জিত হইব না । আর তিনি বাৰ্ম্মিক, ইহা যদি জান, তবে যে কেহ ধৰ্ম্মকৰ্ম্ম করে, সে র্তাহ হইতে জাত, ইহাও জ্ঞাত হও । \ }jig}2) לא סא ১ অামাদের প্রতি ঈশ্বরের অনুগ্রহ ও তৎপ্রযুক্ত পাপত্যাগ করণ ও পরসপার প্রেম করণ ও ধর্মকর্ম করণের আবশ্যকতা । ১ দেখ, আমরা ঈশ্বরের পুত্ৰৰূপে বিখ্যাত হই তেছি, ইহাতে পিতা আমাদিগকে কেমন প্রেম 769