পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

440 যোহনের প্রথম পত্র। [৩ অধ্যায় । প্রদান করিয়াছেন । কিন্তু জগতের লোকেরা তাহাকে জানে নাই, এ জন্যে অণমাদিগকেও জানে না ! হে প্রিয়গণ, এক্ষণে আমরা ঈশ্বরের পুত্ৰ আছি, কিন্তু পশ্চাৎ কি হইব, তাহা ব্যক্ত হয় নাই ; তথাচ তাহার প্রকাশিত হওন সময়ে তাহার সদৃশ হইব, ইহা আমরা জানি ; কেননা তিনি যাদৃশ আছেন, তাদৃশ তাহাকে দর্শন করিব ৷ এবং তিনি যেমন পবিত্র, তাহাতে ঐ অাশাবিশিষ্ট ৩ প্রত্যেক জন আপনাকে তারূপ পবিত্র করে । যে জন পাপ করে, সেই ব্যবস্থা লঙ্ঘন করে ; কেননা ব্যবস্থার লঙ্ঘনই পাপ । আর তিনি আমাদের পাপ হরণার্থে অবতীর্ণ হইয়াছেন, এবং তাহাতে পাপ নাই, ইহা তোমরা জ্ঞাত আছ ৷ যে কেহ তাহাতে থাকে, সে পাপাচরণ করে না; কিন্তু যে কেহ পাপাচরণ করে, সে কখনো তাহাকে দেখে নাই এবং জানেও নাই । হে প্রিয় বালকগণ, সাবধান, কেহ যেন তোমাদের ভ্রান্তি ন। জন্মায়; যে কেহ ধৰ্ম্মাচরণ করে, সে খ্রীষ্টের সদৃশ ধাৰ্ম্মিক হয় । কিন্তু যে কেহ পাপাচরণ করে, সে শয়তানের সন্তান হয় ; শয়তান প্রথমাবধি পাপ করিয়া আসিতেছে, কিন্তু শয়তানের কৰ্ম্ম বিনষ্ট করিতে ঈশ্বরের পুত্র স্বয়ং অবতীর্ণ হইয়াছেন । যে কেহ ঈশ্বরহইতে জাত হয়, তাহার অন্তরে ঈশ্বরের বীর্য্য থাকাতে সে পাপাচরণ করে না, এবং ঈশ্বরহইতে জাত প্রযুক্ত পাপীচরণ করিতেও পারে না । ইহাতে কে ঈশ্বরের সন্তান, আর কে বা শয়তানের সন্তান, তাহ প্রকাশ 770 సి X a