পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৮১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩ অধ্যায় ।] যোহনের প্রথম পত্র । ጫማ » পায় ; যে জন ধৰ্ম্মাচরণ ও আপন ভ্রাতার প্রতি প্রেম না করে, সে কদাচ ঈশ্বরহইতে জাত নয়। ১১ অণমাদিগের পরস্পর প্রেম করিতে হয়, এই অ|১২ জ্ঞা তোমরা প্রথমাবধি শুনিয়া আসিতেছ। অতএব পাপাত্মার সন্তান যে কাবিল, তাহার মত হইও না ; সে আপন ভ্রাতাকে বধ করিল ; কেন তাহাকে বধ করিল ? কারণ তাহার আপনার কৰ্ম্ম ১৩ পাপময়, ও ভ্রাতার কৰ্ম্ম ধৰ্ম্মময় ছিল । হে আ|মার প্রিয় ভ্রাতৃগণ, জগজ্জনের। যদি তোমাদিগকে ১৪ ঘৃণা করে, তাহাতে আশ্চৰ্য্য জ্ঞান করিও না । ভ্রাতৃগণের সহিত প্রেম করাতে আমরা যে মৃত্যুহইতে জীবনে উত্তীর্ণ হইয়াছি, ইহা জানি ; যে কেহ আপন ভ্রাতাকে প্রেম না করে, সে মৃত্যুর আ১৫ প্রয়ে থাকে । যে কেহ আপন ভ্রাতাকে ঘৃণা করে, সে নরঘাতক হয় ; এবং নরঘাতকের অন্তরে অনন্ত পরমায়ুঃ স্থান পায় না, ইহা তোমরা ১৬ জ্ঞাত আছ । তিনি আমাদের নিমিত্তে আপনার প্রাণ পৰ্যন্ত উৎসর্গ করিলেন, ইহাতেই প্রেম জানা যায় ; অতএব ভ্রাতৃগণের নিমিত্তে আমাদেরও ১৭ প্রাণপণ করা উচিত । আপনি সাংসারিক ধনবান হইলেও যদি কেহ আপন ভ্রাতার দীনতা দেখিয়া তাহার প্রতি আপনার দয়া রোধ করে, তবে তাহার অন্তরে ঈশ্বরের প্রেম কি প্রকারে থাকিতে ১৮ পারে ? হে আমার প্রিয় বালকগণ, আইস, তামর কেবল বাচনিক ও মৌখিক প্রেম না করিয়৷ ১৯ কাৰ্য্যেতে ও সত্যতাতে প্রেম করি । তাহাতে অণমরা যে সত্যধৰ্ম্মের পক্ষ, ইহা জ্ঞাত হওয়াতে র্তাহার 771