পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৭২ যোহনের প্রথম পত্র । [৪ অধ্যায়। সাক্ষাতে আপনাদের মন সুস্থির করিতে পারিব । অামাদের মন যদি অণমাদিগকে দোষী করে, তবে ঈ- ২০ শ্বর আমাদের মনহইতে মহান এবং সকলি জানেন । হে প্রিয়গণ, তামাদের মন যদি তামাদিগকে দোষী ২১ না করে, তবে ঈশ্বরের নিকটে আমাদের সাহস হইবে । এবং আমরা যাহা ২ প্রার্থনা করি, তাহ ২২ সমস্তই তাহার নিকটে পাইব ; কেননা আমরা র্তাহার অাজা পালন করিয়া থাকি, এবং র্তাহার গোচরে যাহা গ্রাহ্য হয়, এমত কৰ্ম্ম করিয়া থাকি ৷ আর র্তাহার পুত্র যীশু খ্রীষ্টের নামেতে প্রত্যয় ২৩ করা, এবং র্ত হার দত্ত আজ্ঞানুসারে পরস্পর প্রেম করা কৰ্ত্তব্য, এই তাহার আজ্ঞ । যে জন তাহার ২৪ অণজ্ঞা পালন করে, সে র্ত হাতে থাকে ও তিনি তাহাতে থাকেন; আর তিনি যে অণমাদিগেতে থাকেন, ইহা আমরা তাহার দত্ত আত্ম দ্বারা জ্ঞাত হইতেছি । ৪ অধ্যায় । ১ পরীক্ষা ব্যতিরেকে ভাবৎ শিক্ষককে গ্রাহ্য না করণ ৭ ও পরসপর প্রেম করণের ফলের নির্ণয় । হে প্রিয় ভ্রাতৃগণ, এই জগতের মধ্যে অনেক২ ১ ভাক্ত ভবিষ্যদ্বক্তা ত্যাসিয়াছে ; অতএব তোমরা সমুদয় শিক্ষককে বিশ্বাস করিও না, কিন্তু তাছার। ঈশ্বরীয় লোক কি না, তদ্বিষয়ে শিক্ষকগণকে পরীক্ষা কর । তাহাতে কে ঈশ্বরীয় শিক্ষক, তা- ২ হা জানিতে পারিবী ; ফলতঃ যীশু খ্ৰীষ্ট মনুষ্যৰূপে অবতীর্ণ হইয়াছেন, যে প্রত্যেক শিক্ষক ইহা স্বীকার করে, সেই ঈশ্বরীয় লোক । আর যীশু ৩ 772