পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৮৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৭৬ যোহনের প্রথম পত্র। [৫ অধ্যায়। তিনেরই এক সাক্ষ্য । আমরা যদি মনুষ্যের সাক্ষ্য গ্রাহ করি, তবে ঈশ্বরের সাক্ষ্য তদপেক্ষ শ্রেষ্ঠ হয় ; আর ঈশ্বর অপেন পুত্রের বিষয়ে আপনি ঐ সাক্ষ্য দিয়াছেন । যে জন ঈশ্বরের পুত্ৰেতে বিশ্বাস করে, সে তাপন অন্তরে ঐ সাক্ষ্য পায় ; কিন্তু যে জন ঈশ্বরে অবিশ্বাস করে, সে র্তাহীকে মিথ্যাবাদী করে ; কারণ ঈশ্বর আপন পুত্রের বিষয়ে যে সাক্ষ্য দিয়াছেন, তাহাতে বিশ্বাস করে না । ঈশ্বর আমাদিগকে অনন্ত পরমায়ু দিয়াছেন, ও সেই পরমায়ু তাহার পুত্ৰেতে আছে, এই তাছার সাক্ষ্য । যে জন পুত্রকে গ্রাহ করে, সে পরমায়ু পায় ; কিন্তু যে জন ঈশ্বরের পুত্রকে অগ্রাহ করে, সে পরমায়ু পায় না । তোমাদের অনন্ত পরমায়ু আছে, ইহা জ্ঞাত হইয়া ঈশ্বরের পুত্রের নামে যেন বিশ্বাসেতে থাক, এই জন্যে ঈশ্বরের পুত্রের নামে বিশ্বাসকারী যে তোমরা, তোমাদিগকে আমি এই কথা লিখিলাম । আমরা যদি তাহার ইচ্ছানুসারে কোন প্রার্থনা করি, তবে তিনি তামাদের সেই প্রার্থনা শুনেন, তাহার প্রতি আমাদের এমত দৃঢ় বিশ্বাস আছে । এবং তিনি আমাদের তাবৎ নিবেদন শুনেন, ইহা যদি জানি, তবে তাহার নিকটে যাহা প্রার্থনা করি, তাহাই আমাদের হুইবে, ইহাও আমরা জানি । কেহ যদি আপন ভ্রাতাকে অমৃত্যুজনক পাপ করিতে দেখে, তবে তাহার নিমিত্তে প্রার্থনা করুক ; তাহতে যে জন মৃত্যুজনক পাপ করে নাই, ঈশ্বর তাহকে জীবন দিবেন ; মৃত্যুজনক এক প্রকার পাপ অ 776 సి X > > ○ > 8 > 6. X y»