পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৮৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓobዎ যোহনের দ্বিতীয় পত্র । থাকিবে । পিত। ঈশ্বর ও ঐ পিতার পুত্ৰ ಚಿತ್ನ যীশু খ্ৰীষ্ট তোমাদিগকে সত্য ধৰ্ম্মের ও প্রেমের সহিত অনুগ্রহ ও দয়া ও শান্তি প্রদান করুন । আমরা পিতাহইতে যে আজ্ঞা পাইয়াছি, তদনুসারিক সত্য ধৰ্ম্মেতে তোমার কোন ২ বালক আচরণ করিয়া থাকে, ইহা জ্ঞাত হইয়া অামি বড় আনন্দিত হইলাম । হে কত্রি, সম্প্রতি তোমাকে কোন এক নূতন আজ্ঞা লিখি তাহ নয় ; কিন্তু পরস্পর প্রেম করিতে হয়, এই যে আজ্ঞ। আমরা প্রথমাবধি পাইয়াছি, তাহাই নিবেদন করি । র্তাহার আজ্ঞানুসারে অামাদের আচরণ করা প্রেমের সার ; এবং তোমরা যাহা প্রথমাবধি শুনিয়াছ, তদনুসারে আচরণ কর, এই তাহার আজ্ঞা আছে । কিন্তু অনেক প্রবঞ্চক সংসারে আসিয়া মানুষৰূপি যীশু খ্রীষ্টের অবতার স্বীকার করে না ; এ লোকই প্রবঞ্চক ও ভক্তি খ্ৰীষ্ট । অতএব আমাদের পূর্বরুত কাৰ্য্য সকল যেন বিফল না হয়, বরং তাহার সম্পূর্ণ পুরস্কার পাই, এই নিমিত্তে তোমরা আপন২ বিষয়ে সাবধান হও । যে কেহ আজ্ঞালঙ্ঘন করিয়া খ্রীষ্টের উপদেশেতে না থাকে, ঈশ্বরের সহিত তাহার সম্পর্ক নাই ; কিন্তু যে কেহ খ্রীষ্টের উপদেশে থাকে, সেই পিতা ও পুত্ৰ উভয়ের সম্পৰ্কীয় হয় । যদি কেহ এই উপদেশ না লইয়। তোমাদের নিকটে আইসে, তবে তাহাকে অতিথি করিও না, এবং মঙ্গল হউক, এমন কথা Nう তাহাকে বলিও না । কেননা "মঙ্গল হউক, এমন ১১ কথা যে কেহ তাহাকে বলে, সে তাঙ্গার দুষ্কর্মের অংশী হয় । 778