পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২১ অধ্যায় ।] মথিলিখিত সুসমাচার। N)°ა ২৩ অনন্তর মন্দিরে প্রবেশ করিয়া উপদেশ দিবার সময়ে তাহার নিকটে প্রধান যাজকের ও প্রাচীন লোকেরা আসিয়া জিজ্ঞাস করিল, তুমি কি ক্ষমতাতে এই সকল কৰ্ম্ম করিতেছ? আর তোমাকেই বা এমন ক্ষমতা কে ২৪ দিল ? তাহাতে যীশু উত্তর করিলেন, আমিও তোমাদিগকে এক কথা জিজ্ঞাসা করি ; তোমরা যদি তাহার উত্তর দেও, তবে কি ক্ষমতাতে এ সকল কৰ্ম্ম করিতেছি, ২৫ তাহ আমিও তোমাদিগকে বলিব । যোহনের দ্বাপ্তিস্ম কাহার আজ্ঞাতে হইল? ঈশ্বরের কি মনুষ্যের? তাহাতে তাহারা পরস্পর ইহা বিবেচনা করিতে লাগিল, যদি ঈশ্বরের বলি, তবে তোমরা তাহাকে প্রত্যয় কর নাই ২৬ কেন ? এই কথা জিজ্ঞাসা করিবে । আর যদি মনুষ্যের বলি, তবে লোকদিগকে ভয় করি, কেননা সকলেই ২৭ যোহনকে ভবিষ্যদ্বক্তৃৰূপে মানে । অতএব তাহার যীশুকে এই উত্তর করিল, তাহ আমরা জানি না । তখন তিনি তাহাদিগকে কহিলেন, তবে কি ক্ষমতাতে এ সকল কৰ্ম্ম করিতেছি, তাহ। আমিও তোমাদিগকে কহিব না । ২৮ এক জনের দুই পুত্র ছিল ; সে এক পুত্রের নিকটে গিয়া কহিল, হে পুত্র, অদ্য আমার দ্রাক্ষাক্ষেত্রে কৰ্ম্ম করিতে ২৯ যাও । তাহাতে সে কহিল, যাইব না; কিন্তু অবশেষে ৩০ অনুতাপ করিলে পর সে গেল । অনন্তর সে অন্য পুত্রের নিকটে গিয়। তন্মত কহিল ; তাহাতে সে উত্তর করিল, ১১ ই মহাশয়, যাই; কিন্তু গেল না । এই দুই পুত্রের মধ্যে কে পিতার অভিমত পালন করল ? তোমরা কি বুঝ ? তাহাতে তাহারা কহিল, প্রথম পুত্র । তখন যীশু তাহদিগকে কহিলেন, আমি তোমাদিগকে যথার্থ কহিতেছি, চণ্ডালের ও বেশ্যাগণ তোমাদের অগ্ৰে ঈশ্বরের রাজ্যে 69