পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৯০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

oboo যোহনের তৃতীয় পত্র । প্রতি মনোযোগ কর, তবে উত্তম কাৰ্য্য করিব । কেনন তাহারা অন্যদেশীয়দের কাছে কিছু না লই- ৭ য়া (ঈশ্বরের ) নামে যাত্রা করিয়া আসিতেছে । অত- ৮ এব সত্য ধৰ্ম্মের সহায় হওনার্থে এ প্রকার লোকদিগকে আতিথ্য করা আমাদের কর্তব্য । আমি মণ্ডলীর প্রতি পত্র লিখিয়াছিলাম, কিন্তু দিয়- ৯ ত্রিফি সেই মণ্ডলীর প্রধান হইতে ইচ্ছা করিয়া আমাদিগকে অগ্রাহ্য করে । সে আমাদের উদেশে অ- ১ • নেক কটুকটব্য কহে, এবং তাহাতেও তৃপ্ত না হওয়াতে ভ্রাতৃগণকে আপনি অতিথি করে না, এবং অন্য কেহ২ করিতে চাহিলে তাহাদিগকেও নিষেধ করে, এবং মণ্ডলীহইতে বাহির করে ; এই নিমিত্তে আমি যখন উপস্থিত হইব, তৎকালে এই যে সকল কৰ্ম্ম করে, তাহা তাহাকে স্মরণ করাইব । হে প্রিয়, তুমি ১১ অসৎকর্মের অনুগামী না হইয়া সৎকর্মের অনুগামী হও ; যে কেহ সৎকৰ্ম্ম করে, সেই ঈশ্বরহইতে জাত; কিন্তু যে অসৎকৰ্ম্ম করে, সে ঈশ্বরকে জানে না । সকল মনুষ্যদ্বারা ও সত্যধৰ্ম্মম্বারা দামীত্রিয়ের সুখ্যাতি ১২ হইতেছে, এবং আমরাও প্রমাণ দিতেছি ; আর আমাদের প্রমাণ যে সত্য, ইহা তোমরা জ্ঞাত আছ ৷ তোমাকে অনেক কথা জ্ঞাত করিতে হয়, কিন্তু ১৩ কালী ও লেখনীদ্বারা তাহা করিতে চাহি না । ত্বরায় ১৪ তোমাকে দেখিব এবং অভিমুখ হইয়া কথাবার্তা কহিব, এমত আমার প্রত্যাশা আছে ; তোমার মঙ্গল হউক । আমাদের মিত্ৰগণ তোমাকে নমস্কার করিতেছে ; তুমিও প্রত্যেকের নাম লইয়া মিত্ৰগণ কে নমস্কার কর । 780