পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৯২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* レペ ফিলুদার পত্র । উদ্ধার করিলে পর যাহার। অবিশ্বাসী হইল, তা হাদিগকে সংহার করিয়াছেন । এবং যে২ দিব্য দূত আপন২ পদে না থাকিয়া বাসস্থান পরিত্যাগ করিয়াছিল, ঈশ্বর তাহাদিগকে মহাবিচারের দিন পৰ্যন্ত অনন্তকালীয় শৃঙ্খলে বদ্ধ করিয়া ঘোরান্ধকরের মধ্যে রাখিয়ছেন । তাহদের ন্যায় বিপথগামি সিদোম ও অমোরা ও তাহার নিকটস্থ নগরনিবাসিরা বেশ্যাগমন ও পুংমৈথুন করাতে অনিৰ্ব্বাণানলে দণ্ডভোগ করিয়া দৃষ্টান্তস্বৰূপ হইয়াছে । এই কালের অধাৰ্ম্মিকের সেই প্রকার লোক, তাহার। ঘোর নিদ্রিত হইয়া শরীরকে অশুচি করে, এবং রাজশাসনপদকে অবজ্ঞা করিয়া উচ্চপদস্থ সকলের নিন্দ। করে । মীখায়েল নামক প্রধান দিব্য দূত যে সময়ে মূসার শরীরের বিষয়ে শয়তানের সহিত উত্তর প্রতু্যত্তর করিল, তৎকালে সে তাহার বিরুদ্ধে নিন্দা q যুক্ত অপবাদ না করিয়া কেবল এই কথা কহিল, - পরমেশ্বর তোমাকে অনুযোগ করুন । কিন্তু এই লোকেরা যাহার তত্ত্ব জানে না, তাহার নিন্দ করে; এবং অজ্ঞান পশুগণের ন্যায় ইন্দ্রিয়দ্বারা যাহা বুঝে, তদদ্বারা বিনষ্ট হয় । হায় ২ তাহার কাবিলের ন্যায় বিপথগামী হইতেছে, এবং পুরস্কারের জন্যে বিলিয়মের ভ্রান্তিতে ভ্রান্ত হইতেছে, এবং কোরহের অবাধ্যতাতে বিনষ্ট হইতেছে । তাহারা তোমাদের সহিত ভোজন করিয়া নিৰ্ভয়ে অধিক ভোক্ত হওয়াতে তোমাদের প্রেমভোজেতে কলঙ্ক হয় । আর তাহtর বায়ুচালিত নিৰ্জ্জল মেঘস্বৰূপ, এবং দ্বিবার মৃত মূলোৎপাটিত ফলহীন শুষ্ক বৃক্ষস্বৰূপ, এবং লজ্জা 782 У о > X > R > Nう