পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৯৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ফিলুদার পত্র । aクペ) ৰূপ ফেণা বিস্তারকারি সমুদ্রের প্রচণ্ড তরঙ্গ স্বৰূপ, এবং যাহীদের নিমিত্তে নিত্য ঘোরতর অন্ধকার সঞ্চিত অাছে, এমত ভ্রমণকারি নক্ষত্র স্বৰূপ হয় ৷ ১৪ আর আদমূহইতে সপ্তম পুরুষ যে হনেকি, সে ভবিষ্যদ্বাক্যদ্বারা তাহদের বিষয়ে ইহা কহিয়াছিল ; “দেখ, পরমেশ্বর আপন অযুত ২ পবিত্র লোককে ১৫ সঙ্গে করিয়া মনুষ্যমাত্রের বিচার করিবার জন্যে, এবং তাহদের মধ্যে যে পাপিষ্ঠ আধাৰ্ম্মিকের তাহার বিরুদ্ধে বিবিধ অধৰ্ম্মকৰ্ম্ম করিয়াছে এবং তাধৰ্ম্মের নানা কঠোর দুৰ্ব্বাক্য কহিয়াছে, তাহদের সেই সকল দোষের দণ্ড প্রদানের জন্যে অসি১৬ তেছেন । তাহারা বচসকারী ও দুমুখ ও স্বেচ্ছচারী হইয়া সাহঙ্কার বাক্য বলে, এবং লাভার্থে ১৭ মনুষ্যগণের মুখাপেক্ষ করে । হে প্রিয়েরা, তোমরা আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের প্রেরিতগণের পূর্বোত্ত ১৮ উপদেশ স্মরণ কর ; কেননা ‘শেষকালে আপনাদের কুঅভিলাষানুসারে অধৰ্ম্মাচারী নিন্দক লোক উপস্থিত হইবে, এই কথা তাহার তোমাদিগকে কহি১৯ য়াছে । এই লোকের। আপনাদিগকে পৃথক করি য়। সাংসারিক ও আত্মারহিত হয় । B e হে প্রিয়গণ, তোমরা আপনাদের অতি পবিত্র ধৰ্ম্মে আপনাদিগকে স্থির করিয়। পবিত্র আত্মাৰ্দ্ধার ২১ প্রার্থনা কর । এবং অনন্ত পরমায়ুদায়ক যে আমাদের প্রভূ যীশু খ্রীষ্টের রূপা, তাহ অপেক্ষ করণ পূর্বক ঈশ্বরের প্রেমেতে আপনাদিগকে রক্ষা কর । ২২ এবং বিশেষ করিয়া কতক লোককে দয়া কর ; এবং ২৩ কতক লোককে ভয় দেখাইয়। অগ্নিহইতে টানিয়৷ 783