পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*8 প্রকাশিত ভবিষ্যদ্বাক । [১ অধ্যায়। লইয়া রক্ষা কর । কিন্তু মাংসের কলঙ্কেতে কলঙ্কিত যে বস্ত্র, তাহাও ঘৃণা কর । তার তোমাদিগকে পতনহইতে রক্ষা করিয়া ম- ২৪ স্থানন্দেতে আপনার তেজের সাক্ষাতে নির্দোষ রাথিতে সমর্থ যে অদ্বিতীয় সৰ্ব্বজ্ঞ ত্ৰাণকৰ্ত্ত। ঈশ্বর, ২৫ র্তাহার গৌরব ও মহিমা ও পরাক্রম ও শাসন অনন্তকাল সপ্রকাশ হউক । ইতি । যোহনের প্রতি প্রকাশিত ভবিষ্যদ্বাক্য । صاحسلامی eہم۔ ১ অধ্যায় । ১ আভাষ ৪ ও মঙ্গলাচরণ ৭ ও গ্রীষ্টের আগমনের কথা ৯ ও যোহনের বদ্ধ হওনের কথা ও ষ্টের দর্শন ও সপ্ত প্রদীপস্বরূপ সপ্ত মণ্ডলীর দশন । ঈশ্বর আপন সেবকদিগকে শীঘ্ৰ ভাবিঘটন জ্ঞা- ১ পন করিতে এই প্রকাশিত বাক্য যীশু খ্রীটের নিকটে সমর্পণ করিলেন, তাহাতে তিনি আপন দুতদ্বার প্রেরণ করিয়া আপন সেবক যোহনকে তাহণ জ্ঞাত করিলেন । যোহন ঈশ্বরের বাক্যের বিষয়ে ২ ও গ্রীষ্টের সাক্ষ্যের বিষয়ে যাহা ২ দর্শন করিয়াছে, তাহার বিষয়ে প্রমাণ দিল । যে জন এই ভবিষ্যদ্ব ৩ বাক্য পাঠ করে, এবং যাহার। তাহা শ্রবণ করে, এবং তাহার লিখিত আজ্ঞা পালন করে, তাহার ধন্য ; কেনন কাল ( প্রায় ) উপস্থিত হইতেছে । 784