পাতা:ধর্ম্মপুস্তকের অন্তভাগ.djvu/৭৯৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

qbパり প্রকাশিত ভবিষ্যদ্বাক । [১ অধ্যায় । দর্শন পাইবা, তাহা পত্রিকাতে লিখিয়া ইফিষ ও মুর্ণ ও পগাম ও খুয়াতীরা ও সার্দি ও ফিলাদিলফিয়া এবং লায়দিকেয়া, আশিয়া দেশস্থ এই সপ্ত মণ্ডলীর নিকটে প্রেরণ করিও । অামার প্রতি এ প্রকার রব হইলে আমি বক্তার দর্শনার্থে ফিরিলাম, ফিরিলে পর সপ্ত সুবর্ণ প্রদীপ দেখিলাম । ঐ সপ্ত সুবর্ণ প্রদীপের মধ্যে মনুষ্যপুত্রের ন্যায় এক ব্যক্তিকে দেখিলাম; র্তাহার পাদ পৰ্য্যন্ত বস্ত্রেতে আছন্ন এবং বক্ষস্থলে সুবর্ণ পটুকী বদ্ধ আছে । এবং হিমের ন্যায় শুক্লবৰ্ণ মেঘলোমের সদৃশ তাহার মস্তকের শুক্লবৰ্ণ কেশ, এবং অগ্নিশিখার ন্যায় উজ্জ্বল চক্ষু ; ও হাফরে পরিস্কৃত সুপিতলের ন্যায় তাহার চরণ, এবং গভীর জলকল্লোলের ন্যায় তাহার রব, এবং তাহার দক্ষিণ হস্তে সপ্ত নক্ষত্র আছে, এবং তাহার মুখহইতে দ্বিধার তীক্ষু খড়গ নির্গত হইতেছে, এবং মধ্যাহ্নকালীয় প্রচণ্ড সূর্যের ন্যায় তাহার বদন উজজ্বল হইতেছে । র্ত হাকে দেখিয়৷ আমি মৃতকপ হইয় তাহারই চরণে পড়িলাম ; কিন্তু তিনি আমর গাত্ৰেতে দক্ষিণ হস্ত দিয়া কহিলেন, “ভয় করিও না, আমি আদি ও অন্তস্বৰূপ ; এবং স্বয়ংজীবী হইলেও মৃত হইলাম, কিন্তু দেখ, অনন্তকালজীবী আছি ; আমার হস্তে মৃত্যুর ও পরলোকের চাবি আছে । তুমি যাহ। ২ দেখিয়াছ ও যে বৰ্ত্তমান ও ভবিষ্যৎ দেখিবা, সে সমস্তই লিখ । অামার দক্ষিণ হস্তে যে সপ্ত নক্ষত্র ও সপ্ত সুবর্ণ প্রদীপ দেখিতেছ, তাহার তাৎপৰ্য্য এই ; সপ্ত নক্ষত্র সপ্ত মণ্ডলীর দুতস্বৰূপ, এবং সপ্ত সুবর্ণ প্রদীপ সপ্ত মণ্ডলীস্বৰূপ । 786 > ネ > \o X 8 X (t × ჯ) > * > b > న R o